বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

‘কোহলিই ওয়ানডেতে সর্বকালের সেরা’

ক্রীড়া ডেস্ক ২৫ ফেব্রুয়ারি , ২০২৫, ২২:১৫:০৮

125
  • ছবি: ইন্টারনেট

রান তাড়ায় বিরাট কোহলিকেই এগিয়ে রাখছেন কিংবদন্তি সব ক্রিকেটাররা। তাদের মধ্যে অন্যতম রিকি পন্টিং, নাসের হুসাইন ও মাইক আথারটন। দুবাইয়ে গত রোববার পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০০ করে ভারতকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে তুলেছেন বিরাট। এরপর থেকেই তিনি পেয়েছেন ওয়ানডেতে সর্বকালের সেরার তকমা। 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটন মনে করেন, ওয়ানডে ক্রিকেটে রান তাড়ায় কোহলির চেয়ে ভালো কেউ নেই। ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের চোখে, এই সংস্করণে কোহলিই সর্বকালের সেরা।

স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে আথারটন বলেছেন, ‘সত্যি বলছি, ৫০ ওভারের ক্রিকেট ইতিহাসে রান তাড়ার ক্ষেত্রে বিরাট কোহলির চেয়ে কেউ ভালো নয়। ৫১টি সেঞ্চুরি একটা অবিশ্বাস্য সংখ্যা।’

পাকিস্তানের বিপক্ষে সেদিন সেঞ্চুরি করার পথে ওয়ানডেতে দ্রুততম ১৪০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। এ ব্যাপারে আথারটন বলেছেন, ‘সে ১৪০০০ রান পেরিয়েছে, যা ওয়ানডে ক্রিকেটে শুধু শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার ছিল। তবে এটা করতে তাকে শচীনের চেয়ে ৬০ (আসলে ৬৩) এবং কুমারের চেয়ে ৯০ (আসলে ৯১) ইনিংস কম খেলতে হয়েছে। তাই আমার মনে হয়, ওয়ানডেতেই সে সবচেয়ে ভালো।’

নাসের হুসেইনের মতে, ওয়ানডেতে কোহলি সবাইকে ছাড়িয়ে গেছেন, ‘সে একজন অবিশ্বাস্য খেলোয়াড়। পরিসংখ্যানের দিকে তাকালে বলতেই হবে, ওয়ানডেতে সে-ই সর্বকালের সেরা। এই আলোচনায় টেন্ডুলকার, কুমার (সাঙ্গাকারা), এবি ডি ভিলিয়ার্সের নাম আসবে। তারা সবাই বড় মাপের খেলোয়াড়; কিন্তু কোহলির অবস্থান সবার ওপরে।’

এদিকে রিকি পন্টিং বলেছেন, ‘আমার মনে হয় না ৫০ ওভারের ক্রিকেটে বিরাট কোহলির চেয়ে ভালো খেলোয়াড় দেখেছি। (ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়) সে আমাকে ছাড়িয়ে গেছে। তার সামনে এখন মাত্র দুজন ব্যাটসম্যান। আমি নিশ্চিত, লোকে যেন তাকে সবচেয়ে বেশি রান সংগ্রাহক হিসেবে মনে রাখে, সেটার জন্য সে সম্ভাব্য সবকিছু করতে চাইবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন