বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরও বাংলাদেশের আয় কোটি টাকা

ক্রীড়া ডেস্ক ২৬ ফেব্রুয়ারি , ২০২৫, ১৯:০৪:০৮

132
  • ছবি: ইন্টারনেট

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ দল। তবে আশায় ফুলঝুরি শোনালেও টাইগাররা শুরুতেই ভারতের কাছে হেরে হতাশা উপহার দেয়। যা তারা ভক্তদের আরও বাড়িয়ে দেয় নিউ জিল্যান্ডের সঙ্গে এ টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে। 

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরও বাংলাদেশের আয়  কোটি টাকা।  আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে। মানে বাংলাদেশ দলের কোষাগারে ৩ কোটি টাকা এরই মধ্যে চলে এসেছে।

টাকার পরিমাণ আরও বাড়বে যদি বাংলাদেশ পাকিস্তানকে বৃহস্পতিবার হারাতে পারে। গ্রুপ পর্বে যে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি ৩৪ হাজার ডলার (৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। আগামীকাল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে। এই ম্যাচ জিতলে পাকিস্তানের চেয়ে ৪১ লাখ টাকা বেশি আয় করবে বাংলাদেশ দল।

প্রসঙ্গক্রমে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানিও জানিয়ে রাখা যেতে পারে। এবারের চ্যাম্পিয়নস ট্রফি যে দল জিতবে, তারা পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা টাকার হিসাবে ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হেরে যাওয়া দল প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পাবে—১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ ২১২ টাকা)। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে (প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬০৬ টাকা)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন