বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

‘পনেরো বছর আগে যেমন ছিল, এখনো সেরকম খেলছে বাংলাদেশ’

ক্রীড়া ডেস্ক ২৭ ফেব্রুয়ারি , ২০২৫, ২১:০৩:২০

121
  • ছবি: ইন্টারনেট

বিশ্ব ক্রিকেটে একের পর এক রোমাঞ্চকর ম্যাচ জয়ের ইতিহাস গড়ছে আফগানিস্তান। অন্যদিকে দেশটির বহু আগে আন্তর্জাতিক অঙ্গনে আসা বাংলাদেশ উন্নতির কোন লক্ষণ দেখাতে পারছে না। টাইগারদের নিয়ে তাই ভিনদেশ থেকেও ভেসে আসছে সমালোচনা। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের পারফরম্যান্স দেখে নাসের হুসেইনের মনে হচ্ছে, পনেরো বছর আগের ক্রিকেট খেলছেন তারা। জনপ্রিয় এই ধারাভাষ্যকার আফগানিস্তানের দিকে তাকাতে বলেছেন বাংলাদেশ ও পাকিস্তানকে। 

 স্কাই স্পোর্টসে আলাপকালে আফগানদের প্রশংসার ফুল ঝরিয়েছেন নাসের। আফগানদের সাফল্যের দিনে ঘুরেফিরে চলেই আসে তাদের এত কম সময়ে উন্নতির প্রসঙ্গ। আর এতে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মুখে শোনা যায় বাংলাদেশকে নিয়ে হতাশাজনক মন্তব্য, ‘আমি পাকিস্তান ও বাংলাদেশের মতো দলের দিকে তাকিয়ে ভাবি, তাদের আফগানিস্তানের দিকে তাকানো উচিত এবং বলা উচিত, কেন আমরা স্থবির হয়ে পড়েছি?’

বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে নাসের আরও বলেন, ‘বাংলাদেশ পনেরো বছর আগে যেমন ছিল, সহজভাবে বললে একই ধরনের ক্রিকেট খেলছে এখনো। আর এই পনেরো বছরে আফগানিস্তান দল এমন হয়েছে যারা যেকোন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারে। ডিভিশন-৫ থেকে সাদা বলে যেকোন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম- এটিই উন্নতি।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান।  ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার ইংল্যান্ডকে বিদায় করে সেমির আশা বাঁচিয়ে রেখেছে দলটি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন