শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে খেলবেন সাকিব

ক্রীড়া ডেস্ক ১ মার্চ , ২০২৫, ১৩:২৫:৫১

104
  • ছবি: ইন্টারনেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও এখনও টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেননি। ফ্রাঞ্চাইজি ক্রিকেট সক্রিয় সাকিব আল হাসান। এরমধ্যেই সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে নাম লিখিয়েছেন তিনি।

আগামী ১০ মার্চ ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামেও দল আছে। যে দলে খেলবেন জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল, নেতৃত্বে থাকবেন কয়েক বছর আগেই খেলা ছেড়ে দেওয়া মোহাম্মদ আশরাফুল।

এশিয়ান লিজেন্ডস লিগের অফিশিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা জানিয়েছে, শুরুতে সাকিব বাংলাদেশের দলটির প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা কেন হচ্ছে না এ বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। ৩৭ বছর বয়সী সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এই মুহূর্তে অনিশ্চিত।

 এশিয়ান স্টারসের এক্স পোস্টে গতকাল রাতে সাকিবের খেলার খবর নিশ্চিত করা হয়। টুর্নামেন্টে সাকিবের দলের প্রথম ম্যাচ ১০ মার্চ, প্রতিপক্ষ মোহাম্মদ শাহজাদ, আজগর আফগানদের আফগান পাঠানস। সাকিব ও তামিম মুখোমুখি হবেন ১২ মার্চ। বাংলা টাইগার্স স্কোয়াডে তামিম ছাড়াও আছেন তুষার ইমরান, নাদিফ চৌধুরীরা।

পাঁচ দলের টুর্নামেন্টে অন্য দুটি দল শ্রীলঙ্কান লায়নস (তিলকারত্নে দিলশান, উপুল থারাঙ্গা) ও ইন্ডিয়ান রয়্যালস (শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, আম্বাতি রাইডু)।

টুর্নামেন্টে দুটি এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে ১৮ মার্চ হবে ফাইনাল। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন