বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

‘ভালো দল হলে পাকিস্তানের সঙ্গে সব ফরম্যাটে ৩০ ম্যাচ খেলুক ভারত’

ক্রীড়া ডেস্ক ২ মার্চ , ২০২৫, ১৩:৫১:১০

141
  • ছবি: ইন্টারনেট

রাজনৈতিক কারণে দীর্ঘ সময় ধরেই বন্ধ ভারত-পাকিস্তানের মধ্যেকার দ্বিপাক্ষিক সিরিজ। তবে এ দুইটি দল মুখোমুখি হয় আইসিসি ইভেন্টে। তবে সম্প্রতি তাদের লড়াই হয় অনেকটাই একপেশে। মানে ভারতের থাকে আধিপত্য। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচেও সেটাই দেখা গেছে।  ঠিক এমন এক মুহূর্তেও চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে চ্যালেঞ্জ জানালেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। তিনি ভারতকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১০টি করে ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছেন।  মুশতাকের দাবি– ভারত ভালো দল কি না সেটি প্রমাণে এই চ্যালেঞ্জ গ্রহণ করুক।

পাকিস্তানের সংবাদমাধ্যম ২৪ নিউজ এইচডি’র এক ক্রীড়াভিত্তিক অনুষ্ঠানে মুশতাক বলেন, ‘যদি আমরা রাজনৈতিক বিষয় বাইরে রাখি, তাহলে দেখতে পাব তারা (ভারত) দারুণ ক্রিকেট খেলছে এবং তাদের অসাধারণ সব ক্রিকেটার আছে। যদি তারা ভালো দল হয়ে থাকে, আমার মতে চলুন পাকিস্তানের সঙ্গে ১০টি টেস্ট, ১০ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলি। এরপরই সবকিছু পরিস্কার হয়ে যাবে।’

ভারতের বিপক্ষে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ২৪১ রান তুলে ৬ উইকেটে হেরেছিল পাকিস্তান। পরপর দুই ম্যাচ হেরেই মোহাম্মদ রিজওয়ানের দলটি চ্যাম্পিয়নস ট্রফি থেকেই বাদ পড়ে। এর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে হার এবং বাংলাদেশের সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। ফলে কোনো জয় ছাড়াই পাকিস্তান টুর্নামেন্টটিতে যাত্রা শেষ করেছে। তবে পরিপূর্ণ প্রস্তুতি থাকলে পাকিস্তান বিশ্ব ক্রিকেটে আবারও বড় দল হিসেবে জায়গা করে নেবে বলে মনে করেন আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০০ উইকেট পাওয়া সাকলাইন মুশতাক, ‘যদি আমরা সঠিক প্রস্তুতি নিয়ে নামি এবং আমাদের কাজগুলোও সঠিক নির্দেশনা পায়, তাহলে আমরা এমন অবস্থানে পৌঁছাতে পারব, যেখানে বিশ্ব ক্রিকেট এবং ভারতকে সঠিক প্রতিদ্বন্দ্বিতা দেখানো যাবে।’ 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন