শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ওয়ানডেকে গুড়বাই বললেন স্মিথ

ক্রীড়া ডেস্ক ৫ মার্চ , ২০২৫, ১৩:৩৪:০৮

128
  • ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারার পর সতীর্থদের ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন স্টিভেন স্মিথ। পরের ওয়ানডে বিশ্বকাপ আরও দুই বছর পর। সেই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলটিকে প্রস্তুত করতেই এ ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। ওয়ানডে ছাড়লেও স্মিথ খেলবেন টেস্ট ও টি-টোয়েন্টি।

অস্ট্রেলিয়ার জার্সিতে স্মিথের ওয়ানডে অভিষেক হয় ২০১০ সালে। এরপর এ সংস্করনে ১৭০টি ম্যাচ খেলে তিনি করেছেন ১২টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটিতে ৫৮০০ রান। ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচেও পেয়েছেন ফিফটি, খেলেছেন ৭৩ রানের ইনিংস।

ওয়ানডে থেকে অবসর নেয়ার ব্যাপারে স্মিথ বলেন, ‘এখন (অস্ট্রেলিয়ার) ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করার ভালো সময়, তাই সরে যাওয়ার এটাই উপযুক্ত সময় মনে হচ্ছে। পথচলাটা অবিশ্বাস্য ছিল এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক অসাধারণ সময় কেটেছে এবং দারুণ কিছু স্মৃতি আছে। দুটি বিশ্বকাপ জয় আমার জন্য অন্যতম সেরা মুহূর্ত ছিল, সেই সঙ্গে অসাধারণ সব সতীর্থদের সঙ্গে এই যাত্রা ভাগ করে নেওয়াটাও ছিল দারুণ কিছু।’

ওয়ানডে ছাড়ার পর স্মিথ টেস্টকে দিচ্ছেন অগ্রাধিকার, ‘টেস্ট ক্রিকেটকে আমি এখনো সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং তারপর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে উন্মুখ হয়ে আছি। আমি মনে করি, এখনো অনেক কিছু দেওয়ার আছে আমার।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন