শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

শামি বললেন দুবাইয়ে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত

ক্রীড়া ডেস্ক ৫ মার্চ , ২০২৫, ২১:০৬:৩১

112
  • ছবি: ইন্টারনেট

এবারের চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতের জন্য অন্য ভেন্যু। দেশটি খেলছে দুবাইয়ে। সেখানে দলটি পাচ্ছে বাড়তি সুবিধা। এমন অভিযোগ তুলে আসছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে সে সব অভিযোগ বারবারই উড়িয়ে দিচ্ছিলেন ভারতের ধারাভাষ্যকার, অধিনায়ক থেকে শুরু করে কোচ। এবার অবশ্য ভিন্ন সুর দেখা গেল ভারতীয় পেসার মোহাম্মদ শামির কণ্ঠে। একই মাঠে খেলে বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি স্বীকার করে নিলেন তিনি।

রাজনৈতিক বৈরিতার কারনে পাকিস্তানে না গিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফির সবগুলো ম্যাচ দুবাইতে খেলছে ভারত। শুধু তাদের জন্যই এবারের আসর হাইব্রিড মডেলে আয়োজন করেছে আইসিসি। রোহিতদের সঙ্গে খেলতে অন্য দলগুলোকে পোহাতে হয়েছে পাকিস্তান-দুবাই-পাকিস্তান ভ্রমণের ঝক্কি। শুরু থেকে শেষ পর্যন্ত একই মাঠে খেলে ভারতের এমন সুবিধা নেয়ার বিপক্ষে ইতোমধ্যে আওয়াজ তুলেছেন বিপক্ষ দলের খেলোয়াড়, ধারাভাষ্যকার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। তবে সেসব বারবারই উড়িয়ে দিয়েছেন ভারতীয়রা।

মঙ্গলবার সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারানোর পরও একই অভিযোগের বিরুদ্ধে উল্টো গলাভাজি করেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘এই যে এত বিতর্ক চলছে যে, অন্যায্য সুবিধা এবং আরও নানা কিছু…কিসের অন্যায্য সুবিধা? এখনও পর্যন্ত তো আমরা এখানে (মূল মাঠে) একদিনও অনুশীলন করিনি। অনুশীলন তো আইসিসি একাডেমিতে করছি। ওখানকার কন্ডিশনের সঙ্গে এখানকার কন্ডিশনের পার্থক্য ১৮০ ডিগ্রি! ওখানকার উইকেট ও এখানকার উইকেটের পার্থক্য আকাশ-পাতাল। কিছু লোক বরাবরের প্রতারক। তাদের উচিত পরিণত হওয়া। আমার মনে হয়, আমাদের কোনো অন্যায্য সুবিধা পাওয়া বা সেভাবে পরিকল্পনা করার মতো কিছু হয়নি।'

তবে দুবাইয়ে সব ম্যাচ খেলার সুবিধার কথা স্বীকার করলেন শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ পেসার বলেন, ‘আমরা সুবিধা পাচ্ছি। এখানকার পিচ এবং আবহাওয়া আমাদের পরিচিত। একটা মাঠেই সব ম্যাচ খেলছি বলে আমাদের সুবিধা হচ্ছে।’

আগামী রবিবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকা-নিউ জিল্যান্ডের মধ্যকার জয়ী দল। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন