বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

‘অবসরের সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত’

ক্রীড়া ডেস্ক ৫ মার্চ , ২০২৫, ২১:১৪:১৬

124
  • ছবি: ইন্টারনেট

ব্যাট হাতে একবারেই ফর্মে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর তাদের অবসর নিয়ে জোর গুঞ্জন চলছে। অনেকে মনে করছেন, শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন এই দুই ক্রিকেটার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান মনে করেন, অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ ক্রিকেটারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। 

ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মুশফিক মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন। চ্যাম্পিয়নস ট্রফিতেও তার ব্যাট নীরব। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর নিউ জিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র ২ রান। অন্যদিকে, মাহমুদউল্লাহ ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি। কিউইদের বিপক্ষে সুযোগ পেলেও ব্যর্থ হন, ফিরে যান মাত্র ৪ রানে।  তাদের পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন অভিজ্ঞদের পক্ষেই কথা বললেন আকরাম খান। তিনি বলেন, ‘আমি মনে করি সিনিয়র ক্রিকেটারদের সম্মান করা উচিত। একজন খেলোয়াড় নিজেই সবচেয়ে ভালো বুঝতে পারে তার শারীরিক অবস্থা, মানসিক চাপ নেওয়ার সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তাই অবসরের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তারই থাকা উচিত।’ 

আকরাম খান আরও বলেন, ‘যদি কোনো সমস্যা হয়, তাহলে টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টরা বসে সিদ্ধান্ত নেবে। তবে এসব বিষয়ে বাইরে আলোচনা করা সম্মানজনক নয়।’ 

মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে সমালোচনা চললেও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। তবে তারা কতদিন আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত এখনও পুরোপুরি তাদের হাতেই।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন