শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

কে হচ্ছেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?

ক্রীড়া ডেস্ক ৮ মার্চ , ২০২৫, ২১:২১:৫৫

125
  • ছবি: ইন্টারনেট

আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। যে কারণে এ ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, দ্রুতেই জানা যাবে নতুন অধিনায়কের নাম।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না শান্ত। এমন অবস্থায় ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। তাই নতুন অধিনায়কত্ব নির্বাচনে জাতীয় দলকে নেতৃত্ব দেয়া কয়েকজনকে বিবেচনা করছে বিসিবি। 

মিরপুরে বিসিবি সভাপতির কাছে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে জানতে চাওয়া হলে ফারুক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (কে অধিনায়ক)। ইতিমধ্যে দু–একজন টি–টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্বে)।’

ফারুকের ইঙ্গিতে স্পষ্ট লিটনই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। কারণ শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ডানহাতি উইকেটকিপার ব্যাটারের নেতৃত্বে সিরিজ জিতে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, তার কাঁধেই তুলে দেয়া হচ্ছে ২০ ওভারের ক্রিকেটের দায়িত্ব। 

যদিও তালিকায় থাকতে পারেন তাসকিন আহমেদও। সবশেষ কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিক পারফর্মারদের অন্যতম একজন ডানহাতি পেসার। সম্প্রতি বিপিএলে দুর্বার রাজশাহীকেও নেতৃত্ব দিয়েছেন তাসকিন। যেখানে তার অধীনে টানা তিন ম্যাচ জিতে সেরা চারে যাওয়ার পথও সুগম করেছিল রাজশাহী।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন