শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ডাবল সেঞ্চুরির আক্ষেপ নাঈমের, ৪০০ করে প্রাইম ব্যাংকের ইতিহাস

ক্রীড়া ডেস্ক ৯ মার্চ , ২০২৫, ১৩:৪৯:১৩

129
  • ছবি: ইন্টারনেট

ঢাকা প্রিমিয়ার  লিগে (ডিপিএল) রবিবার ব্যাট হাতে ঝড় তুলেন নাঈম শেখ। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এদিন চার হাঁকিয়ে শুরুটা করেন এ ব্যাটার। এরপর চলে একের পর এক চার-ছয়ের মার। সে পথ ধরে এ টুর্নামেন্টে তিনি ছুঁয়েছেন একের পর এক মাইলফলক। তাঁর দল প্রাইম ব্যাংকও গড়েছে ইতিহাস। ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে দলীয় সংগ্রহে চার শ রানের দেখা পেয়েছে প্রাইম ব্যাংক। ৫০ ওভারে তাদের স্কোর ৮ উইকেটে ৪২২। এর আগে ২০১৮ সালে ৩৯৩ রান করেছিল আবাহনী। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রবিবার নাঈম হাফসেঞ্চুরি করতে খেলেন ৩৮ বল। এরপর ৮২ বলে লিস্ট–এ ক্রিকেটে নিজের নবম শতক তুলে নেন তিনি। লিস্ট–এ ক্রিকেটে কখনো দেড় শ ছোঁয়ার রেকর্ড ছিল না নাঈমের। সেঞ্চুরি করার ২৪ বল পরই তা করে ফেলেন নাঈম। লিস্ট–এ তে নিজের সর্বোচ্চ ১৩৬ রানকেও ততক্ষণে ছাড়িয়ে যান এই বাঁহাতি ওপেনার। সেখানেই অবশ্য থামেননি। তার সামনে সুযোগ ছিল সৌম্য সরকারের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট–এ তে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার। সে পথে এগিয়েও যাচ্ছিলেন। কিন্তু ১৮ চার ও ৮ ছক্কার ইনিংসে ১২৫ বলে ১৭৬ রান করেই আউট হন নাঈম। সালাউদ্দিন শাকিলের বলে ক্যাচ দেন অলক কাপালির হাতে। 

২০১৯ সালে সাভারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌম্য। সেটিই এখন অবধি লিস্ট–এ ক্রিকেটে একমাত্র ডাবল সেঞ্চুরি কোনো বাংলাদেশির। নাঈমের ইনিংসটি হয়ে থাকল লিস্ট–এ তে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন