শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ , ২৭ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

সিনিয়রদের বিদায়ের পর মিরাজের চোখ বড় ট্রফিতে

ক্রীড়া ডেস্ক ১৫ মার্চ , ২০২৫, ২১:১০:২৯

113
  • ছবি: ইন্টারনেট

তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট। মুশফিক অবশ্য এখনও টেস্ট খেলবেন। এদিকে মাশরাফি বিন মর্তুজা অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। তার না ফেরার সম্ভাবনায় বেশি। এছাড়া এখনও অবসর নেননি সাকিব আল হাসান। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে জাতীয় দলে দেখার সুযোগ নেই বললেই চলে। অভিজ্ঞ খেলোয়াড়দের চলে যাওয়ায় এখন দলের হাল তরুণদের হাতে। যদিও সাম্প্রতিক সময়ে আইসিসির ইভেন্টে একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে কোণঠাসা তারা। তবে 'বিগ ফাইভে'র বিদায়ের বিষয়টি মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ইতিবাচক ভাবেই।

শনিবার মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৯৪ রানের জয়ে দারুণ ভূমিকা রাখেন মিরাজ। ৩৮ রানের খরচায় পেয়েছেন ৪টি উইকেট। ম্যাচ শেষে সিনিয়র খেলোয়াড় বিদায় নিয়ে জানতে চাওয়া হয় মিরাজের কাছে। তার উত্তর, ‘সবাইকে একটা সময় জায়গা থেকে সরে যেতে হয়। তাদের (আগের প্রজন্মের) যে ভূমিকা ছিল, তারা বাংলাদেশকে একটা ধাপে নিয়ে এসেছে। আমাদের কাজ থাকবে এখান থেকে আরেকটা ধাপে নিয়ে যাওয়া। আমরা এখনও একটাও ট্রফি জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে যেকোনো বড় টুর্নামেন্টে যেন একটা ট্রফি জিততে পারি, তখন এটা আমাদের প্রজন্মের জন্য ভালো হবে।’

গত ১০ বছর ওয়ানডেতে দারুণ ধারাবাহিক বাংলাদেশ। তবে নতুন বছরের শুরু থেকেই এ ফরম্যাটে নিজেদের ঠিক মেলে ধরতে পারছে না টিম টাইগার্স। তারপরও টাইগারদের লক্ষ্য এখন আগামী ২০২৭ বিশ্বকাপ। সেই লক্ষ্যে এখন থেকেই পরিকল্পনা করা উচিত বলে মনে করেন মিরাজ।  ‘এটা একটা প্রক্রিয়া (প্রস্তুতি)। এখন থেকে এটার সিদ্ধান্ত নিতে হবে এবং স্ট্রিক্ট থাকতে হবে। দুই–আড়াই বছর বাকি আছে আমাদের বিশ্বকাপের, এখন থেকেই দলের একটা সেট আপ ঠিক করতে হবে। কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেটাকে নিয়ে অনুশীলন করতে হবে। একেকটা খেলোয়াড়কে ওখানে সুযোগ দিতে হবে। সবাই সবাইকে ব্যাক করতে হবে।’

মিরাজ আরও বলেন, ‘প্রত্যেকের সঙ্গে সমন্বয় করা খুবই গুরুত্বপূর্ণ। একটা খেলোয়াড়কে প্রতিষ্ঠিত করতে গেলে তাকে সুযোগ দিতে হবে। বিশ্বকাপের আগে যতগুলো ওয়ানডে আছে, সুযোগ দিতে হবে। আমাদের প্রস্তুতি লম্বা সময় ধরে নিতে হবে। দুই তিন মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি নিলে এটা কঠিন।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন