মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

শিরোপা জিতে সমালোচকদের জবাব দিলেন প্রোটিয়া অধিনায়ক

ক্রীড়া ডেস্ক ১৪ জুন , ২০২৫, ২১:৫১:০১

119
  • ছবি: আইসিসি

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার জায়গা পাওয়া অনেকেই পছন্দ করেনি। তাদের কেউ কেউ শিরোপা লড়াইয়ের এ ম্যাচে প্রোটিয়াদের যোগ্যই মনে করেনি। এবার ব্যাটে-বলে দাপট দেখিয়ে এ টুর্নামেন্টের শিরোপা জিতে সেই সব সমালোচকদের জবাবটা দারুণভাবে দিলেন দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। 

লর্ডসের ফাইনালে শনিবার ৫ উইকেটে জিতে ২৭ বছরের আইসিসি ট্রফি-খরা কাটায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের সেঞ্চুরি ও বাভুমার ফিফটিতে ২৮২ রানের লক্ষ্য চতুর্থ দিনের প্রথম সেশনে ছুঁয়ে ফেলে তারা।

ফাইনাল শেষের পর বাভুমা বললেন, ‘আমি বিশ্বাস করি, আমরা একটা দল হিসেবেই ফাইনালে উঠেছি। আমরা যে পথ বেছে নিয়েছিলাম, তা নিয়ে (অনেকের) সংশয় ছিল, বলা হচ্ছিল আমরা দুর্বল দলগুলোর সঙ্গে খেলেছি। আমরা খুশি যে, এই ধরনের পারফরম্যান্স দেখাতে পেরেছি এবং আশা করি, অমন ধারণা পাল্টে যাবে।’

দেশে অনেক বিষয় নিয়ে অনেকের মধ্যে বিভেদ থাকলেও দীর্ঘ অপেক্ষার পর শিরোপা জয়ের এই মুহূর্তটি সবাইকে উপভোগ করতে বললেন বাভুমা, ‘আমি মনে করি দেশ হিসেবে আমাদের জন্য এখানে একটি সুযোগ... মাঝে মধ্যে আমরা যতই বিভক্ত থাকি না কেন, সব ভুলে গিয়ে এই মুহূর্তটি উপভোগ করি এবং সবাই এক হই। আমি নিশ্চিত যে, দেশের মানুষ আমাদের সঙ্গে এই সাফল্য উদযাপন করবে। আমরাও ব্যাপকভাবে উদযাপন করব।’

লর্ডসের গ্যালারিতে দর্শক সমর্থন যেভাবে তারা পেয়েছেন, তাতে ঘরের মাঠে খেলার মতো অনুভব করেছেন বাভুমা, ‘বিশেষ কয়েকটি দিন ছিল। গ্যালারিতে যত সমর্থন আমরা পেয়েছি, একপর্যায়ে মনে হচ্ছিল, আমরা দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছি। আমরা কঠোর প্রস্তুতি নিয়েছি, এই মুহূর্তের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। অনেক আত্তবিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি। আমরা খুশি যে, এই ধরনের ফলাফল পেতে যথেষ্ট ভালো খেলতে পেরেছি।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন