মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

ভারতের প্রস্তাবে সম্মতি নেই আইসিসির

ক্রীড়া ডেস্ক ১৪ জুন , ২০২৫, ২১:৫৮:৪৮

119
  • ছবি: ইন্টারনেট

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন আসরের ফাইনালের আয়োজক ছিল ইংল্যান্ড। আগামী দিনে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ করতে আগ্রহ প্রকাশ করেছিল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতের আগ্রহে সম্মতি দেয়নি। এ টুর্নামেন্টের পরবর্তী তিন আসরের ফাইনাল আয়োজনের স্বত্বও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেই (ইসিবি) দিতে চলেছে আইসিসি।

শনিবার দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৩–২৫ চক্রের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগামী ১৭ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৫–২৭ চক্রের আসর। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দলগুলো একে অপরের দেশে হোম–অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলে থাকে। 

২০২১ সালে সাউদাম্পটন, ২০২৩ সালে ওভালের পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছে লর্ডসে। যুক্তরাজ্যের টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, প্রথম তিন আসরের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরও ইংল্যান্ডই আয়োজন করবে। এ বিষয়ে আইসিসি তাদের মনোভাব ইসিবিকে জানিয়ে দিয়েছে। ইংল্যান্ডের অবস্থানের কথা জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনে ভারতের আগ্রহ থাকা সত্ত্বেও পরবর্তী তিন ফাইনাল আয়োজনের বিষয়ে ইংলিশ ক্রিকেট সম্মতির কাছাকাছি পৌঁছে গেছে।’

ইসিবিকে পরবর্তী তিন ফাইনাল আয়োজনের স্বত্ব দেওয়া হতে পারে আগামী মাসেই। জুলাইয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে আইসিসির বার্ষিক সভা। তবে তার আগে থেকেই ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজনে কাজ শুরু করে দেবে ইসিবি।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ভারতের আগ্রহ বিবেচনায় না নিয়ে ইংল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের স্বত্ব দেওয়ার সিদ্ধান্তে কয়েকটি কারণ আছে।

আইসিসি এখনই ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের জন্য অগ্রাধিকার দিচ্ছে না দর্শক ও আঞ্চলিক জটিলতার কারণে। তাই আপাতত দেশটির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আয়োজনে আগ্রহে রাজি হচ্ছে না আইসিসি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন