মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

গল টেস্টে মিরাজকে পাওয়া নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক ১৫ জুন , ২০২৫, ১৮:০২:৩৫

119
  • ছবি: ক্রিকইনফো

কদিন আগেই বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আপাতত তার চোখ শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে। এরইমধ্যে পৌঁছেছেন সেখানে। তবে জ্বরে ভুগছেন এ অলরাউন্ডার। তাই সোমবার শুরু হতে যাওয়া গল টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা ভর করেছে বাংলাদেশ শিবিরে। 

প্রথম টেস্টের জন্য বাংলাদেশের প্রথম অনুশীলন শুরু হয়েছে ১৫ জুন থেকে। গলের আকাশে কালো মেঘের পাশাপাশি ঝিরঝির বৃষ্টি থাকলেও অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

সকাল ১০ টা সময় অনুশীলন থাকলেও সবার সঙ্গে আসেননি মিরাজ। পরবর্তীতে জানা যায়, জ্বরের কারণে অনুশীলন করতে পারছেন না বাংলাদেশের টেস্ট দলের সহ-অধিনায়ক। অনুশীলনে না এলেও গত কয়েকদিনের তুলনায় খানিকটা সুস্থ হয়েছেন বলে জানান সিমন্স,  ‘গত কয়েক দিন থেকে তুলনামূলক আজ অনেকটা সুস্থ হয়েছে। ওষুধ নেওয়ার পর সন্ধ্যায় ওর অবস্থা কেমন থাকে, সেটা দেখা হবে। আশা করছি, আগামীকাল (সোমবার) অনুশীলনে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন মিরাজ। ব্যাট হাতে ১২ ম্যাচে ৫ হাফ সেঞ্চুরিতে ৭০৭ রান করেছেন তিনি। বোলিংয়ে মিরাজের শিকার ৩৯ উইকেট। এমন পারফর্ম করা মিরাজকে না পেলে কাকে খেলাবে সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে বাংলাদেশকে। ব্যাপারটি স্বীকারও করে নিয়েছেনি সিমন্স, ‘এতে অবশ্যই কিছুটা দুশ্চিন্তা যোগ হয়। তবে একজনের সমস্যা অন্য কারও জন্য সুযোগ এনে দিতে পারে। মিরাজ না খেললে অন্য কাউকে এগিয়ে আসতে হবে। একাদশ চূড়ান্ত হয়নি। সোমবার মাঠের অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন