মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

‘আমরা খুব বাজে ব্যাটিং করেছি, উন্নতি করতে হবে’

ক্রীড়া ডেস্ক ১২ অক্টোবর , ২০২৫, ০৯:২৮:০৭

193
  • ছবি: ইন্টারনেট

সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ের জন্য শনিবার বাংলাদেশের লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল। তবে  ব্যাটারদের আত্মহত্যায় ৮১ রান বাকি থাকতেই গুটিয়ে যায় টিম টাইগার্স। সঙ্গে সঙ্গে বড় হারে এক ম্যাচ আগেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হাতছাড়া হয়ে যায়। ম্যাচের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করে নিয়েছেন, বাজে ব্যাটিং করেছি। তবে তিনি সতীর্থদের ব্যাটিংয়ে উন্নতির তাগিদও দিয়েছেন।   

লক্ষ্যটা ছিল ১৯১ রানের। রান তাড়াটা খুব কঠিন হবে তা মনে হয়নি। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কঠিন করে ফেললেন ‘সহজ’ রান তাড়াকে। পুরস্কার বিতরণী মঞ্চে শুরুতেই অধিনায়ক মিরাজ স্বীকার করলেন সেটি, ‘এই রান তাড়া করে সহজেই জেতা উচিত ছিল। আমরা খুব বাজে ব্যাটিং করেছি।’

শনিবার ব্যাখ্যাতীত সব বাজে শট খেলে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরাও মাত্র ১০৯ রানে।আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটিই তাদের সর্বনিম্ন সংগ্রহ। এমন ম্যাচের পর ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার কথাটা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘আমি ব্যাটসম্যানদের উন্নতির বার্তা দেব। যদি ওয়ানডেতে রান না করি, তাহলে টিকতে পারব না। কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।’

বাংলাদেশের ব্যাটসম্যানরা রান তাড়ায় জুটি গড়তে পারেননি। তাওহিদ হৃদয়ের সঙ্গে জাকের আলীর ৩৬ বলে ২৯ রানের জুটিটিই দলের পক্ষে সর্বোচ্চ। ম্যাচের পর এ নিয়েও আক্ষেপ ছিল মিরাজের কণ্ঠে, ‘আমি শুধু একটা জিনিস বলেছি, টপ অর্ডারে জুটি লাগবে। যদি ৩০-৪০ রানের জুটিও পেতাম, দৃশ্যপটটা হয়তো ভিন্ন হতো। কিন্তু আমরা করতে পারিনি। কোনো ব্যাটসম্যানই দায়িত্বটা নিচ্ছে না, এটাই সমস্যা।’

টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারটাও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।  তবে সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশার কথাই শোনালেন মিরাজ, ‘আমরা খুবই হতাশ এখন। কিন্তু আমাদের একটা ম্যাচ হাতে আছে। এটার পর আরও একটা সিরিজ আছে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। আমাদের ভাবতে হবে কীভাবে ভালোভাবে ফিরে আসা যায়।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন