শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
ফুটবল

নতুন মৌসুমের শুরুতেই স্বাধীনতা কাপ

ক্রীড়া ডেস্ক ১৩ সেপ্টেম্বর , ২০২১, ১৬:১৫:১৮

416
  • ছবি: ইন্টারনেট

কয়েকদিন পরেই শেষ হবে চলতি ফুটবল মৌসুম। তার আগেই অবশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চিন্তায় নতুন মৌসুম। সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী জানিয়েছেন, তারা নতুন মৌসুম শুরু করতে চান এ বছর। আগামী মৌসুমের সূচিতে একটু পরিবর্তন আনতে যাচ্ছে বাফুফে। সাধারণত ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু হবে।

সোমবার সংবাদ সম্মেলনে আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আগামী মৌসুমের স্বাধীনতা কাপ আয়োজন করতে চান বড় পরিসরে। শুধু প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে নয়, বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আরো দুটি বা তিনটি দল স্বাধীনতা কাপে খেলবে। স্বাধীনতা কাপ শেষ হওয়ার পর হবে ফেডারেশন কাপ। তারপর মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। আগামী মৌসুমের খেলা শুরু, দলবদল- সবকিছু চূড়ান্ত হবে ১৬ সেপ্টেম্বর বাফুফের নির্বাহী কমিটির সভায়। 
 
আগামী ২০ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে শেষ হবে এবারের ফুটবল মৌসুম। সেদিন মাঠে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ট্রফি প্রদান করবে বাফুফে।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন