বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ , ৮ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
ফুটবল

ছেলের ‘প্রথম’ গোলের কয়েক মিনিট পরেই বাবার মৃত্যু

ক্রীড়া ডেস্ক ১৭ সেপ্টেম্বর , ২০২১, ১০:০১:৩০

459
  • ছবি: টুইটার

চ্যাম্পিয়ন লিগে নিজের প্রথম গোল ও দলের বড় জয় পাওয়ার আনন্দ নিয়েই মাঠ ছেড়েছিলেন ম্যানচেস্টার সিটির নাথান আকে। কিন্তু এর কিছুক্ষণ পরেই তিনি পান অনেক বড় দুঃসংবাদ, মারা গেলেন ক্যান্সার আক্রান্ত বাবা। 

বুধবার রাতে আরবি লাইপজিগকে ৬-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৬তম মিনিটে প্রথম গোলটি করেছিলেন আকে। তার ওই কীর্তি দেখেছিলেন বাবা ময়েজ। এরপরই মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটিই জানিয়েছেন সিটি তারকা, ‘আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। সবসময় আমার হৃদয়ে থাকবেন আর এই গোলটা আপনার জন্য, বাবা। গত কয়েক সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন। আমার বাবা খুব অসুস্থ ছিলেন আর কোনো চিকিৎসাও সম্ভব ছিল না। আমি খুব ভাগ্যবান যে আমার বাগদত্তা, পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমর্থন পেয়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘গতকাল কিছু কঠিন সময়ের পর আমি চ্যাম্পিয়ন্স লিগে গোল করলাম। আর এর কয়েক মিনিট পরই বাবা মারা গেছেন। তখন আমার মা ও ভাই পাশে ছিল। আমার মনে হয় এটাই অর্থবহ, আমাকে খেলতে দেখলে সবসময় বাবা আনন্দিত হতো আর গর্ব অনুভব করতো।’

বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটিতে ২০২০ সালের আগস্টে ৪১ মিলিয়ন ইউরোতে  পাড়ি জমান আকে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৬ ম্যাচ খেলে ২ গোল করেছেন তিনি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন