বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ফুটবল

দিয়াসের চার মিনিটের ঝড়ে হেরে গেল ব্রাজিল

খেলা ডেস্ক ১৭ নভেম্বর , ২০২৩, ১০:০১:০৯

250
  • ছবি: ইন্টারনেট

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার সকালে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। এরপর অবশ্য খেঁই হারিয়ে বসে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এ সুযোগে দারুণ খেলে কলম্বিয়া। ঝলমলে পারফরম্যান্সে আলো ছড়ান লুইস দিয়াস। কিন্তু কাঙ্ক্ষিত গোল মিলছিল না কিছুতেই। তবে চার মিনিটে জোড়া গোল করে দেশকে এনে দেন দারুণ এক জয়।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে ম্যাচটি ২-১ গোলে জিতেছে কলম্বিয়া। স্মরণীয় এই জয়ে লাতিন আমেরিকার অঞ্চলের বাছাইয়ের টেবিলে তৃতীয় স্থানে উঠেছে দলটি।

জয়ের পথে ফিরতে মরিয়া ব্রাজিল প্রথম মিনিটেই কলম্বিয়ার রক্ষণে হানা দেয়। তবে চতুর্থ মিনিটে সাফল্য পেয়ে যায় তারা। ওই ধাক্কা সামলে নিয়ে কলম্বিয়াও পাল্টা আক্রমণে মনোযোগী হয়। তিন মিনিটের মধ্যে তাদের দারুণ দুটি প্রচেষ্টা রুখে দিয়ে দলকে এগিয়ে রাখেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। এক পর্যায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন আক্রমণভাগের মূল তারকা ভিনিসিউস। প্রাথমিক চিকিৎসা নিয়েও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। তার বদলি নামেন ব্রাইটনের ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।

প্রবল চাপ ধরে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিকরা; কিন্তু অনেক চেষ্টার পরও বিরতির আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। এই অর্ধে গোলের উদ্দেশ্যে ১২ শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে দলটি। সেখানে ব্রাজিলের ৬ শটের ওই একটিই ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধে সপ্তম মিনিটে সমতা টানার সুবর্ণ সুযোগ হারান রাফায়েল বোরে। ছয় গজ বক্সে ভেসে আসা ক্রসে প্রয়োজনীয় টোকাটাই দিতে পারেননি কলম্বিয়ান ফরোয়ার্ড।

দু্ই মিনিট পর পাল্টা আক্রমণে ব্রাজিল দ্বিতীয় গোল পেয়েই যাচ্ছিল, তবে রাফিনিয়ার শট ঠেকিয়ে দেন কামিলো ভারগাস। ৬৮তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হন রাফিনিয়া; বার্সেলোনা ফরোয়ার্ডের এবারের বুলেট গতির শট বাধা পায় পোস্টে।

অবশেষে ৭৫তম মিনিটে কলম্বিয়া শিবিরে স্বস্তি ফেরান দিয়াস। বাঁ দিক থেকে সতীর্থে ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে স্কোরলাইন ১-১ করেন লিভারপুল ফরোয়ার্ড।

চার মিনিট পর আবারও ডি-বক্সে দিয়াসের হেড এবং গোল। শুরু হয়ে যায় কলম্বিয়ার সমর্থকদের জয়োৎসব। আরও একটি হারের হতাশা যোগ হলো নেইমারবিহীন শিবিরে।

পাঁচ রাউন্ড শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে ব্রাজিল। একমাত্র দল হিসেবে এবারের বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত রইল কলম্বিয়া। ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে তারা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন