বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ফুটবল

পিএসজির জন্য চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখেন এমবাপে

ক্রীড়া ডেস্ক ১৭ এপ্রিল , ২০২৪, ১৩:৫৯:১৭

133
  • ছবি: ইন্টারনেট

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে হারের পর চাপে ছিলেন কিলিয়ান এমবাপে। সেই ম্যাচে তাকে যেন খুঁজেই পাওয়া যায়নি। যে কারণে দ্বিতীয় লেগে সবার চোখ ছিল এ ফরোয়ার্ডের ওপর। সমর্থকদের প্রত্যাশা মিটিয়েছেন তিনি। করেন জোড়া গোল। আর দুই লেগ মিলিয়ে পিএসজি পেয়েছে ৬-৪ গোলের দারুণ এক জয়। এ জয়ের পর নিজের উচ্ছ্বাস আড়াল করেননি এমবাপে। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জেতার স্বপ্নের কথাও বলেছেন তিনি।

ম্যাচ শেষে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নের কথা জানাতে গিয়ে এমবাপে বলেছেন, ‘আমি প্যারিসের জন্য চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখি। প্রথম দিন থেকেই আমি ক্লাবের হয়ে খেলতে পেরে গর্বিত। এই ক্লাবের হয়ে খেলার গর্ব এবং দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করার বিষয়টি আমার মতো এই এখানে বেড়ে ওঠা কারও জন্য বিশেষ কিছু।’

পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার জোর গুঞ্জন আছে এমবাপের। তবে ইউরোপিয়ান মঞ্চ থেকে শেষ পর্যন্ত খালি হাতে বিদায় নেওয়াটা এমবাপের জন্য বেশ হতাশারই হবে। পিএসজি অধ্যায়টা এভাবে শেষ করতে চান না এমবাপ্পে নিজেও। তাই সেমিফাইনাল নিশ্চিত করেই এমবাপে চোখ রাখছেন ওয়েম্বলির ফাইনালে, ‘একজন প্যারিসিয়ান হিসেবে এমন একটি মুহূর্তের অভিজ্ঞতা লাভ করাটা দারুণ ব্যাপার। ওয়েম্বলির ফাইনালে পৌঁছানোর আগে আমাদের আরও একটি ধাপ পার করতে হবে। তাই আমাদের শান্ত থাকতে হবে।’

বার্সার মতো দলকে হারানোর কারণেও যেন এমবাপের আনন্দের মাত্রা সীমা ছাড়িয়েছে, ‘আজকে আমরা অসাধারণ একটি দলকে হারিয়েছি। আজ আমরা যদি হেরেও যেতাম, তবু আমি প্যারিসিয়ান হিসেবে গর্বিত হতাম। তবে এখন এটা নিশ্চিত যে এমন একটি সন্ধ্যার কারণে গর্বের মাত্রাটা আরও বেড়ে যায়। আমরা খুবই খুশি। আমরা এমন একটা দলকে হারিয়েছি, যাদের আমরা হারাতে চেয়েছি এবং ফাইনালের আরও কাছে যেতে চেয়েছি। এই জয় তাদের জন্য, যারা এখানে এসে এবং ঘরে বসে আমাদের সমর্থন দিয়েছে। এটা গর্বিত হওয়ার মতোই রাত।’

কিছুদিন ধরেই এমবাপের সঙ্গে পিএসজি কোচ লুইস এনরিকের দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছিল। তবে বার্সা ম্যাচ শেষে পিএসজি কোচও এমবাপেকে নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এমবাপে আজকের ম্যাচে অবিসংবাদিত নেতা ছিল।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন