মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা
  >
ফুটবল

শাস্তি কমলো ৩০ মাস , মাঠের ফুটবলে পগবা ফিরতে পারবেন আগামী বছর

ক্রীড়া ডেস্ক ৫ অক্টোবর , ২০২৪, ১০:২৮:২৩

252
  • ছবি: ইন্টারনেট

ডোপ-বিরোধী বিধি ভাঙার দায়ে বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার পল পগবাকে দেয়া চার বছরের নিষেধাজ্ঞা কমিয়ে ১৮ মাস করেছে কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্টস বা ক্রীড়া আদালত (সিএএস)। সিএএস-এর মহাপরিচালক মাথিউ বির শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন এই খবর।

নিষেধাজ্ঞা কমায় আগামী বছরের মার্চে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন পল পগবা। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে তার। 

গত বছরের আগস্টে সিরি আয় উদিনেজের বিপক্ষে ম্যাচের পর দৈবচয়ন ভিত্তিতে পগবার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরোনের উপস্থিতি পাওয়ায় ওই বছরের সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। 

চলতি বছর ফেব্রুয়ারিতে পগবাকে  চার বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল। সেটি কার্যকর ধরা হয়েছে ওই সেপ্টেম্বর থেকেই। কোনও অন্যায় করার কথা অস্বীকার করে তখনই আপিল করার কথা জানিয়েছিলেন পগবা। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন