সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

খেলা
  >
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও প্লে-অফের ২৪ দল যারা

ক্রীড়া ডেস্ক ৩০ জানুয়ারি , ২০২৫, ১২:২৬:২৭

156
  • ছবি: ইন্টারনেট

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব শেষ হয়েছে বুধবার রাতে। এরপরেই চূড়ান্ত হয়েছে প্রতিযোগিতাটির শেষ ষোলো ও প্লে-অফের দলগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।

শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লিল ও অ্যাস্টন ভিলা
 
৯ থেকে ২৪ বা নকআউট পর্বের প্লে-অফে জায়গা পেয়েছে,  আতালান্তা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি আইন্দহোভেন, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্ড, ইউভেন্তুস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন, ক্লাব ব্রুজ
 
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব থেকেই বিদায় ঘন্টা বেজেছে.  দিনামো জাগরেব, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার বেলগ্রেড, স্টুহাম খাৎস, স্পার্তা প্রাহা, লাইপজিগ, জিরোনা, রেড বুল সালসবুর্ক, স্লোভান ব্রাটিস্লাভা  ও ইয়াং বয়েজের। 
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন