শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ , ২৭ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ফুটবল

১৩ কোটি টাকার ঘড়ি–জামাকাপড় পরে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় নেইমার

ক্রীড়া ডেস্ক ২ মার্চ , ২০২৫, ১৩:৪০:২৬

151
  • ছবি: ইন্টারনেট

চোটের সঙ্গে লম্বা সময় ধরে লড়াই করে অবশেষে মাঠে ফিরেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে মাঠ মাতাচ্ছেন। গোল করছেন এবং সহায়তাও করছেন। তার ছন্দে ফেরার এই ইঙ্গিত জাতীয় দলের জন্যও সুখবর বটে। এর মাঝেই এক সাক্ষাৎকার দিতে গিয়ে আলোচনায় চলে এসেছেন নেইমার। সেটা অবশ্য তার সাজপোশাকের জন্য।

সম্প্রতি ‘পডপাহ’ নামের এক পডকাস্টে কথা বলেছেন নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, পডকাস্টে নেইমার বালেনচিয়াগা ব্র্যান্ডের যে টি-শার্টটি পরে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটার দাম বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ টাকা। তার পরনে থাকা প্যান্টের দাম প্রায় ১৪ লাখ টাকা, লুই ভিঁতোর স্নিকার্সের (জুতা) দাম আড়াই লাখ টাকা এবং ক্যাপের দাম ৭৮ হাজার টাকা।

এদিকে রিচার্ড মিলের যে ঘড়ি পরে নেইমার সাক্ষাৎকার দিয়েছিলেন সেটির দাম ১৩ কোটি টাকার মতো! অর্থাৎ সব মিলিয়ে পডকাস্টে যাওয়া ব্রাজিল জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলারের সাজপোশাকের মূল্য ছিল ১৩ কোটি ২০ লাখ টাকার মতো। 

এই সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, ২০১৩ সালে পেপ গার্দিওলার কারণে তিনি বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন। সে সময়ের ঘটনা নিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলার বলেছেন, ‘গার্দিওলার কারণে আমি বায়ার্নে প্রায় চলেই গিয়েছিলাম। সে সময় আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম পুসকাস পুরস্কার নিতে এবং আমি তখন নিজের ঘরেই ছিলাম। রাত ২টায় আমার বাবা আমাকে ডাকেন। আমার বাবা, গার্দিওলা এবং দোভাষী সেখানে একসঙ্গে উপস্থিত হন।’ গার্দিওলা আমাকে বলেন, ‘তিনি আমাকে সেই ক্লাবে নিতে চান, যেখানে তিনি যাচ্ছেন। তিনি আমাকে বলেছিলেন, আমার জন্য তিনিই সেরা।’

গার্দিওলা তাঁকে কেনার জন্য কতটা মরিয়া ছিলেন, সেটা ব্যাখ্যা করে নেইমার বলেছেন, ‘তিনি তাঁর ল্যাপটপ নিয়ে আসেন এবং আমাকে সবকিছু বলেন। তিনি বলেন, যদি আমি প্রতি মৌসুমে ৬০ গোল না করি তবে দল বদলে ফেলবেন। আমি তাঁকে জিজ্ঞেস করি তিনি কোন ক্লাবে যাচ্ছেন। তিনি জানান যে সেই নাম আমাকে বলতে পারবেন না। আমি তাঁকে অনুরোধ করি। তিনি আমাকে বায়ার্নের কথা বলেন। তিনি জানান, শহরটি বেশ ঠান্ডা, মাদ্রিদ বা বার্সেলোনার মতো না। কিন্তু তিনি প্রতিজ্ঞা করেন যে আমার সবকিছুর যত্ন নেবেন এবং সেরা হিসেবে গড়ে তুলবেন। আমি অবশ্য আগেই বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু এরপরও বায়ার্নের কথা ভেবেছিলাম।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন