শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ , ২৭ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ফুটবল

ফিফা থেকে সুখবর পেল বাফুফে

ক্রীড়া ডেস্ক ৮ মার্চ , ২০২৫, ১৩:০১:৩৮

144
  • ছবি: ইন্টারনেট

আর্থিক স্বচ্ছতার অভাব ও নির্দিষ্ট খাতের বাইরে প্রদত্ত অর্থ ব্যায়ে অনিময়ের অভিযোগে ২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বাফুফেকে পর্যবেক্ষণের পর ফিফা সেই অর্থ ছাড়করণের শিথিলতা প্রত্যাহার করেছে। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় ফিফার কাছ থেকে এই সংক্রান্ত চিঠি পেয়েছে বাফুফে। 

চিঠি আসার পরপরই কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিফা থেকে পাওয়া সুখবর দেয় ফেডারেশনের সচিবালয়। বাফুফের নতুন কমিটির জন্য এটা বেশ স্বস্তির খবর। এখন বাফুফে ফিফার অনুদান স্বাভাবিক কিস্তিতে পাবে। পাশাপাশি উন্নয়নমূলক আরও অনেক কর্মসূচিতে আবেদনের সুযোগ বাড়বে। 

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য ফিফার প্রতিনিধি দল এসেছিল। বাফুফের ধারণা ছিল মার্চের মাঝামাঝি সময়ে ফিফা থেকে একটি সংবাদ পাবে। প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই বাফুফে সেই খবর পেল। ঢাকায় আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপরই মূলত ফান্ড ছাড়করণের শিথিলতা সরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর। 

ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল। আর্থিক অনুদান অতিরিক্ত কিস্তিতে পেলেও সেটা ছিল ফেডারেশনের জন্য অসম্মানের। ফিফা আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার পর নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের অন্যতম লক্ষ্য ছিল বাফুফেকে ফিফার এই তালিকা থেকে বের করা। নতুন সভাপতি তাবিথ আউয়ালও ফিফা প্রতিনিধির সম্প্রতি ঢাকা সফরকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। 

ফিফা সাধারণত দুটি বা তিনটি কিস্তিতে প্রতি বছর সদস্য দেশগুলোকে ১ লাখ ২৫ হাজার ডলার বরাদ্দ করে থাকে। তবে গত ছয় বছর ধরে বাফুফে অনেক বেশি কিস্তিতে টাকা পেত। প্রতি বছর তাদেরকে সমপরিমাণ অর্থ দেওয়া হতো ১২টি কিস্তিতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে দুটি বা তিনটি কিস্তিতে পুরোটা পাবে তারা।

গত বছরের অক্টোবরে বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হন তাবিথ আওয়াল। এরপর তিনি একবার ফিফা সভাপতির সঙ্গে এবং দুবার এএফসি সভাপতির সঙ্গে দেখা করেছেন। শুধু তাই নয়, তিনি ফিফা ও এএফসি সদর দপ্তরও পরিদর্শন করেছেন, যাতে বাংলাদেশে ফিফার অডিট টিমের সফর এগিয়ে আনা যায়।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন