শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ , ২৭ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ফুটবল

জামালের চোখে, বাংলাদেশের মেসি হামজা

ক্রীড়া ডেস্ক ১৯ মার্চ , ২০২৫, ২১:৫৮:৫৮

116
  • ছবি: ইন্টারনেট

বিশ্ব ফুটবলে পায়ের জাদুতে ভক্তদের মধ্যে মুগ্ধতা ছড়াচ্ছেন লিওনেল মেসি। এদিকে ঠিক তেমনই আলোচনার কেন্দ্রে এখন বাংলাদেশের হামজা চৌধুরী। যদিও এখনো জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি, তবে তার আগমনের খবরে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন স্বপ্ন জেগেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরী এবারই প্রথম বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাবেন। তার আগে তাকে নিয়ে দেশের ফুটবলে জেগেছে নতুন সঞ্চার।   অনেকের কাছে এটি মনে করিয়ে দিচ্ছে মেসির বিশ্বব্যাপী জনপ্রিয়তার ছোঁয়া। ঢাকার এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও এই তুলনা টেনে বলেন, ‘যখন আমি বাংলাদেশ দলে এসেছিলাম, ঠিক তখনকার মতোই অনুভব করছি। হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড় এবং এখন আমাদের দলে এসেছে। এটি অনেকটা মনে হচ্ছে, আমাদের মেসি এসেছে!’

হামজার জাতীয় দলে মানিয়ে নেওয়া নিয়ে জামাল বলেন, ‘আমি মনে করি সে দারুণভাবেই ফিট হয়ে যাবে। সবাই তাকে স্বাগত জানিয়েছে, সবাই জানে সে আমাদের জন্য কী নিয়ে এসেছে। তার অভিজ্ঞতা দলকে অনেক কিছু দেবে।’ 

১২ বছর আগে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া জামাল মনে করেন, ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামার আগে হামজাও একই আবেগ অনুভব করবেন। ‘যখন আমি প্রথম জাতীয় সংগীত শুনেছিলাম, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আমি নিশ্চিত, হামজার ক্ষেত্রেও তা হবে,’ বলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে খেলানোর জন্য ভারত দলে ফিরিয়ে এনেছে ৪০ বছর বয়সী কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রীকে। তবে জামাল মনে করেন, হামজার সঙ্গে তার তুলনা চলে না। তিনি বলেন, ‘সুনীল তার দেশের জন্য দারুণ খেলেছেন, তবে বাস্তবতা হলো, হামজা একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড়।’ 

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী জামাল, ‘আমাদের মানসিকতা এখন অনেক শক্তিশালী। কোচও বলেছেন, আমরা ভারতের মোকাবিলায় প্রস্তুত। এখানে জেতা বা হারার প্রশ্ন, মাঝামাঝি কিছু নেই। এই রুমে থাকা সবাই ভারতকে হারাতে চায়, এবং আমি বিশ্বাস করি, এবার আমরা জিতব।’ 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন