শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ , ২৭ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ফুটবল

ডেনমার্কের কাছে হারল রোনালদোর পর্তুগাল, হারল ফ্রান্সও

ক্রীড়া ডেস্ক ২১ মার্চ , ২০২৫, ১০:৪৮:৪৫

97
  • ছবি: ইন্টারনেট

কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতটা মোটেও ভালো কাটেনি রোনালদোর। উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের এ ম্যাচে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের অপর ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে স্বাগতিক ক্রোয়েশিয়ার হয়ে গোল দুটি করেন আন্ত বুদিমির ও ইভান পেরিসিচ।

ঘরের মাঠে শুরু থেকেই একের পর এক আক্রমণে পর্তুগালকে চাপে রাখে ডেনমার্ক। অন্যদিকে পর্তুগাল তেমন কোনো জবাবই দিতে পারেনি। গোলরক্ষক দিয়েগো কস্তার নৈপুণ্যে প্রথমার্ধটা কোনোরকমে পার করে দিলেও দ্বিতীয়ার্ধে আর জাল অক্ষত রাখতে পারেনি পর্তুগিজরা। 

ম্যাচের ৭৮তম মিনিটে পাসিং ফুটবলে শাণানো আক্রমণে বক্সে সতীর্থের পাস পেয়ে ঠাণ্ডা মাথায় প্লেসিং শট কস্তার প্রতিরোধ ভাঙেন রাসমুস হয়লুন। আর এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। গোল হজমের পর তেমন কিছু করতে পারেনি পর্তুগাল। যে কারণে দলটির সঙ্গী হয় হার। 

এদিকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের অপর ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে আন্দ্রে ক্রামারিচের শট ফ্রান্সের গোলকিপার মাইক মেনিয়ঁ রুখে না দিলে ক্রোয়েশিয়ার জয়ের ব্যবধান আরও বাড়ত। ইওস্কো গাভার্দিওলের দূরপাল্লার একটি শটও ঠেকান মেনিয়ঁ। এই হারে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের ফ্রান্স দলে ফেরাটা স্মরণীয় হলো না।

একই রাতে অন্য ম্যাচে স্পেনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। এছাড়া সান সিরোয় প্রথম লেগে ইতালির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে জার্মানি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন