শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ , ২৭ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ফুটবল

আলমাদার গোলে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের পথে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক ২২ মার্চ , ২০২৫, ০৯:৪৮:৪০

116
  • ছবি: ইন্টারনেট

বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে বাংলাদেশ সময় শনিবার সকালে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল উরুগুয়ে। তবে তারা পারেনি তেমন কোন গোলের সুযোগ তৈরি করতে। অন্যদিকে এদিকটাই এগিয়ে ছিল আর্জেন্টিনা। এরমধ্যেই দুর্দান্ত এক গোল উপহার দেন থিয়াগো আলমাদা। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পথে আরও এগিয়ে গেল আর্জেন্টিনা। 

মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে দলটির চূড়ান্ত পর্বের টিকিট।

শনিবার লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, পাওলো দিবালাসহ বেশি কয়েকজনক ছাড়াই খেলতে নামে আর্জেন্টিনা। যে কারণে শুরু থেকে তাদের অভাব অনুভব করতে থাকে দলটি। এ সুযোগে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চেপে ধরে উরুগুয়ে। তবে গোলের জন‍্য প্রথম শট নেয় আর্জেন্টিনাই। ১৯তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে চেষ্টা করলেও শট লক্ষ‍্যে রাখতে পারেননি লেয়ান্দ্রো পারেদেস। আট মিনিট পর এনসো ফের্নান্দেসের দুর্বল বাঁকানো শট গ্লাভসে নেন উরুগুয়ে গোলরক্ষক সের্হিও রোচেত। দুই দল মিলিয়ে লক্ষ‍্যে এটাই প্রথম শট।

এদিকে ম্যাচের ৩৩তম মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করেন উরুগুয়ে মিডফিল্ডার জর্জিয়ান দে আরাকায়েস্তা। সতর্ক এমিলিয়ানো মার্তিনেজ ঝাঁপিয়ে গ্লাভসে নেন বল।

৪৩তম মিনিটে আলমাদার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রোচেত। ফিরতি বলে ফের্নান্দেসের শট স্লাইড করে ব‍্যর্থ করে দেন হোসে মারিয়ে হিমেনেস। নষ্ট হয় প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগ।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে আলমাদার চমৎকার শট কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন রোচেত। তিন মিনিট পর ৩৫ গজ দূর থেকে ফেদে ভালভের্দের শট যায় মার্তিনেজের গ্লাভসে।

এদিকে ম্যাচের ৬৮ মিনিটে বক্সের বাঁ কোনায় দৌড়ের ওপর উরুগুয়ের এক ডিফেন্ডারকে কাটান হুলিয়ান আলভারেজ। একটু এগিয়েই ঘুরে যান বলটা নিয়ে। থিয়াগো আলমাদা ততক্ষণে উরুগুয়ে বক্সের সামনে। আলভারেজ হোমওয়ার্ক করে আসার মতো করে পাসটা দেন আলমাদাকে। তিনি দূরের পোস্ট তাক করে কিক নেন। সবাইকে স্থির দর্শক বানিয়ে বলটা বাতাসে ভাসতে ভাসতে আশ্রয় নেয় জালে। 

বাকি সময়ে গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউই। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনা ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।  শেষ পর্যন্ত  আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যে ব্যবধান গড়ে দেয় আলমাদার সেই গোল। স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হলো আর্জেন্টিনার। শুধু তা–ই নয়, দেখা পেয়েছে ২০০০তম গোলেরও। আলমাদার গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল। ১৯০২ সালের জুলাইয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম গোলটি এই মন্টেভিডিওতে, এই উরুগুয়ের বিপক্ষেই!

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিওনেল স্কালোনির দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইকুয়েডর। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় ব্রাজিলের বিপক্ষে আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। আর মাত্র ১ পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে স্কালোনির দলের। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই হবে। যদিও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার কথা নয় স্কালোনির দলের।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন