সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ , ২৬ জুমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা
  >
ফুটবল

২০২৬ বিশ্বকাপে খেলতে হলে নেইমারকে যে পরামর্শ দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক ২৩ মার্চ , ২০২৫, ২১:০৯:৫৫

156
  • ছবি: ইন্টারনেট

২০২২ কাতার বিশ্বকাপের পর একের পর এক চোটে কোণঠাসা হয়ে পড়েছেন নেইমার। আরও একটি বিশ্বকাপের এক বছরের অল্প কিছু বেশি সময় বাকি থাকতেই তাই প্রশ্ন উঠেছে ব্রাজিলের ফরোয়ার্ড কি খেলতে পারবেন? এ ব্যাপারে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও কথা বলেছেন। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদোর বিশ্বাস আগামী বছরের বিশ্বকাপে খেলবেন নেইমার। কিন্তু সে জন্য নেইমারকে নিজেকে ‘উৎসর্গ’ করে দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এ মাসের বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা পেয়েও একপর্যায়ে সরে যেতে হয়েছে নেইমারকে। এমন পরিস্থিতিতে আগামী বছরের বিশ্বকাপে খেলার জন্য নেইমার ফিট থাকবেন কি না সেই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। 

সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদো নিজেও চোট নিয়ে অনেক ভুগেছেন। ফলে লড়াইটা কেমন সেটা রোনালদোর চেয়ে ভালো আর কে জানে! কিন্তু সেই চোটকে জয় করেই ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। নেইমারকে নিয়েও তেমন কিছু আশা করছেন ব্যালন ডি’অরজয়ী এই তারকা, ‘আমি বিশ্বাস করি (নেইমার পরের বিশ্বকাপে খেলবে)। নেইমার একজন অসাধারণ প্রতিভা। কিন্তু তাকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে, চেষ্টা করতে হবে সর্বস্ব দিয়ে। এটা উৎসর্গ করার মতোই উপলক্ষ। বিশ্বকাপের এখন এক বছর বাকি। যদি সে ভালো অবস্থায় থেকে সেখানে যেতে পারে তবে আমাদের ভালো সুযোগ আছে। কিন্তু তাঁকে নিজেকে উজাড় করে দিতে হবে। তাকে (ঠিকঠাক) খেতে, অনুশীলন করতে এবং ঘুমাতে হবে।’

নিউজজি/

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন