শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ , ২৭ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ফুটবল

ব্রাজিলকে উড়িয়ে আলভারেস বললেন, এমন জয়ই চেয়েছিলাম

ক্রীড়া ডেস্ক ২৬ মার্চ , ২০২৫, ১০:৪৩:২৬

100
  • ছবি: ইন্টারনেট

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই বিশ্বকাপের খেলার টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। কয়েক ঘন্টা পর সেই আনন্দ তারা উদযাপন করল ব্রাজিলকে স্রেফ উড়িয়ে। ম্যাচের পর আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস বললেন, এমন জয়ই চেয়েছিলেন তারা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের  ম্যাচে বুধবার বাংলাদেশ সময় সকালে ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের চতুর্থ মিনিটেই বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেয় আলভারেসের গোল। দ্বাদশ মিনিটে গোল করেন এন্সো ফের্নান্দেস। ২৬তম মিনিটে অবশ্য ব্রাজিলের মাথেউস কুইয়া একটি গোল ফিরিয়ে দেন। তবে প্রথমার্ধেই আবার ব্যবধান বাড়ান আলেক্সিস মাক আলিস্তের। দ্বিতীয়ার্ধে জুলিয়ানো সিমেওনের গোলে আরও বাড়ে ব্যবধান।

ব্রাজিলের বিপক্ষে বুধবার ছিলেন না তারকা ফুটবলার লিওনেল মেসি। এছাড়া  লাউতারো মার্তিনেস, পাউলো দিবালার মতো তারকারাও। তবে মাঠে তারা ঠিকই উজ্জীবিত ছিল। শেষ পর্যন্ত দুর্দান্ত জয়ের দেখা পায় আর্জেন্টিনা। তাইতো ম্যাচের পর আলভারেসের কণ্ঠে ছিল তৃপ্তি। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার উচ্ছ্বাসও মিশে ছিল তার কথায়, ‘আমরা মাটিতে পা রেখেই নিজেদের কাজটা করেছি এবং দারুণ একটি ম্যাচ খেললাম। ওদেরকে দারুণ প্রদর্শনী দেখিয়ে দিলাম।’

তিনি আরও বলেন, ‘৪-১ ব্যবধানের জয়, এটা ঐতিহাসিক একটা ফল। আমরা এতে দারুণ গর্বিত। সমর্থকদের জন্য আমি খুবই খুশি, ভালো লাগছে দলকে সহায়তা করতে পেরে এবং দেশের মাঠে দল হিসেবে এতটা ভালো খেলতে পেরে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছি, এটা জানতে পেরে দারুণ লেগেছে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন