শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ , ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
অন্যান্য

করোনা ছিটকে দিল বিশ্বচ্যাম্পিয়ন কেনড্রিকসকে

ক্রীড়া ডেস্ক ২৯ জুলাই , ২০২১, ১২:২৭:১২

571
  • ছবি: টুইটার

টোকিওকে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। যার ছোঁয়া লেগেছে অলিম্পিক গেমসেও। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৮ জন্য খেলোয়াড় ও সদস্য। নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন অলিম্পিক ভিলেজে। এরই একজন পোল ভল্টের দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন স্যাম কেনড্রিকস। করোনা চলতি অলিম্পিক গেমস থেকেই ছিটকে দিয়েছে তাকে।

কেনড্রিকসের করোনা পজিটিভের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্যাম কেনড্রিকস কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। টোকিও অলিম্পিকে তিনি অংশ নেবেন না।’

এবারের অলিম্পিকে পোল ভল্টে স্বর্ণ জয়ে ফেবারিট ছিলেন কেনড্রিকস। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুইডেনের বিশ্ব রেকর্ডধারী আরমান্দ ডুপ্লানটিস। ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ২৮ বছর বয়সী কেনড্রিকস আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি, ‘স্থানীয় নিয়মের সঙ্গে সংগতি রেখে তাকে হোটেলে আইসোলেশনে পাঠানো হয়েছে। স্যাম যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলে একজন অসাধারণ সতীর্থ। তাকে সবাই মিস করবে। তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার স্বার্থে আমরা আর কিছু বলতে পারছি না।’

শনিবার থেকে শুরু হবে টোকিও অলিম্পিকে পোল ভল্টের লড়াই। কিন্ত তার আগেই দুঃসংবাদ পেলেন কেনড্রিকস। 

কেনড্রিকসের করোনা পজিটিভের ব্যাপারে অলিম্পিক কমিটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘স্থানীয় নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন তাকে তার হোটেলরুমেই আইসোলেশনে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র অলিম্পিক দলের দারুণ এক সদস্য স্যাম, এমন একজনের শূন্যতা সবাই বোধ করবে। তবে তার ব্যক্তিগত গোপনীয়তা ধরে রাখতে আর কিছু জানাতে পারছি না আমরা।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন