শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ , ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
অন্যান্য

টেনিস কিংবদন্তী বরিস বেকারের আড়াই বছরের কারাদন্ড

ক্রীড়া ডেস্ক ৩০ এপ্রিল , ২০২২, ১৫:৪৪:৪৮

319
  • ছবি: ইন্টারনেট

টেনিস কিংবদন্তী বরিস বেকারকে আড়াই বছরের কারাদন্ড  দিয়েছে লন্ডনের সাউথার্ক ক্রাউন আদালত। মিথ্যা দাবি করে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন সাবেক উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন বরিস। এতেই ফেঁসে গেলেন ৬টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। 

সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত শাস্তি হতে পারতো বরিসের, কিন্তু বিচারক শেষ পর্যন্ত আড়াই বছরের কারাদন্ড দেন তাকে। 

এরআগে নিজেকে দেউলিয়া ঘোষণা করে নিজের সম্পত্তির কথা গোপন করে যান বরিস। এ ছাড়া তার স্ত্রীর অ্যাকাউন্টে সাড়ে তিন লাখ পাউন্ড টাকা ট্রান্সফার করেন ইচ্ছে করে। কিন্তু দেউলিয়ার হলফনামায় তা উল্লেখ করেননি। এ ছাড়াও উইম্বলডন ট্রফি, জার্মানিতে একাধিক স্থাবর সম্পত্তি ও লন্ডনে একটি ফ্ল্যাট রয়েছে বরিসের। 

স্পেনের শহর মালোরকায় একটি জায়গা কিনতে তিন লাখ পাউন্ড ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন বরিস। সেই ঋণের কিস্তি তিনি পরিশোধ করেননি। উল্টে মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন বেকার।  তদন্তে সব বেরিয়ে যায়। বরিস পড়েন শাস্তির মুখে। স্থাবর, অস্থাবর সমস্ত সম্পত্তি মিলিয়ে বেকারের মোট সম্পত্তির পরিমাণ ২.৩ মিলিয়ন আমেরিকান ডলার বা ১.৮ মিলিয়ন পাউন্ড। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন