মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ , ২২ জুমাদিউল আউয়াল ১৪৪৫

বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোনে কবে মিলবে ফাইভজি?

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০১৮, ১৬:৩৩:৫২

493
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: টেক জায়ান্ট অ‍্যাপলের আইফোনে ফাইভজি প্রযুক্তির দেখা মিলবে ২০২০ সালে। ইতোমধ‍্যে প্রযুক্তিটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

মার্কিন ব্যবসা-বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ফাস্ট কোম্পানিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ‍্য জানা যায়। তবে এই বিষয়ে অ‍্যাপল অফিশিয়ালভাবে কোনো তথ‍্য জানায়নি।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে মার্কিন ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি) অ্যাপলকে ফাইভজি প্রযুক্তি পরীক্ষার অনুমতি দেয়। প্রযুক্তিটি আইফোনে যুক্ত করতে ইন্টেলের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে উন্মোচন হতে যাওয়া আইফোনে ফাইভজি প্রযুক্তির জন্য ইন্টেল ৮১৬১ মডেলের চিপ ব‍্যবহার করা হতে পারে।

তবে এই চিপ দ্রুত গরম হয়ে যায়। ফলে কিছু সময় ফাইভজি ব‍্যবহার করলে আইফোন গরম হয়ে যাবে। এই ত্রুটি সারাতে কাজ করছে ইন্টেল ও অ‍্যাপল।

ইন্টেল ছাড়াও বিকল্প হিসেবে মিডিয়াটেকের ফাইভজি চিপ ব‍্যবহারের কথা ভাবছে অ‍্যাপল। যদি ইন্টেল চিপের ত্রুটি সমাধান না হয় তাহলে মিডিয়াটেকের সঙ্গে যুক্ত হতে পারে অ‍্যাপল, এমন আভাস পাওয়া যাচ্ছে বলে জানানো হয় ফাস্ট কোম্পানির প্রতিবেদনে।

আইফোনে দীর্ঘ সময় ধরেই সেলুলার মডেম চিপ সরবরাহ করে আসছিল কোয়ালকম। তবে পেটেন্ট সম্পর্কিত দ্বন্দ্বের জেরে প্রতিষ্ঠান দুটির সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। তাই কোয়ালকম ছেড়ে ইন্টেলের কাছ থেকে আইফোনের চিপ সংগ্রহ করছে অ্যাপল।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন