বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ , ৮ শাওয়াল ১৪৪৫

বিজ্ঞান ও প্রযুক্তি

সাইলেন্ট অবস্থায় ফোন হারালে যেভাবে খুঁজে পাবেন

নিউজজি ডেস্ক ২৬ অক্টোবর , ২০২০, ১২:১০:৩৯

261
  • সাইলেন্ট অবস্থায় ফোন হারালে যেভাবে খুঁজে পাবেন

ঢাকা : সাধারণভাবে ফোন খুঁজে না পেলে যা করা হয়, অন্য কোনও ফোন থেকে নিজের নম্বরে ডায়াল করি। রিং বাজতে শুরু করে। আর সেই আওয়াজ অনুসরণ করে সহজেই খুঁজে পাওয়া যায় মোবাইলটি। কিন্তু ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে এই কৌশল কার্যকর হবে না। তখন অনুসরণ করতে হবে ভিন্ন কৌশল।

১. প্রথমে অন্য কোনো মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।

২. সেখানে সার্চ অপশনে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখুন।

৩. তার পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।

৫. এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।

৬. এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।

৭. ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে। এবার সেই আওয়াজ অনুসরণ করে ফোনটিকে সহজেই খুঁজে বের করতে পারবেন।

তবে এই পদ্ধতিতে ফোন পেতে হলে আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নতুবা এই পদ্ধতিতে হারানো মোবাইল খুঁজে পাওয়া যাবে না।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন