শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

বিজ্ঞান ও প্রযুক্তি

ইভিতে বড় পরিবর্তন আনতে ‘সঙ্গী’ খুঁজছে হোন্ডা

নিউজজি ডেস্ক ২ ডিসেম্বর , ২০২১, ২১:০০:০৮

221
  • ছবি: ইন্টারনেট

ঢাকা : জাপানের দ্বিতীয়-বৃহত্তর অটোমেকার সংস্থা হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আরও উন্নত ইভি প্রযুক্তি যুক্ত করতে অংশীদার খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন সিইও তোশিহিরো মাইবে।

হোন্ডা আরেক জাপানি অটোমেকার টয়োটার সাথে হাইব্রিড পাওয়ারট্রেন প্রযুক্তিতে এগিয়ে ছিল। তবে বর্তমানে যারা সম্পূর্ণ ইলেক্ট্রিক যানবাহনে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে তাদের থেকে পিছিয়ে পড়েছে হোন্ডা। এখন সেই ঘাটতি পূরণ করতে এবং অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ইলেক্ট্রিক যানবাহন তৈরিতে অভিজ্ঞতা আছে এমন সংস্থার সঙ্গে মিলে হোন্ডা কাজ করতে চায় বলে জানিয়েছেন এর নতুন সিইও।

অটোমোটিভ নিউজ অনুসারে, এই বছরের এপ্রিলে হোন্ডার সিইও হিসেবে নিয়োগ পান তোশিহিরো মাইবে। এর আগে তিনি সংস্থাটির আর এন্ড ডি (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) বিভাগের প্রধান ছিলেন। কর্মজীবনে হোন্ডাকে জেনারেল মোটরসের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করেছিলেন তিনি। তাই আগে থেকেই অটোমেকারদে মধ্যে অংশীদারিত্ব বজায় রাখার অভিজ্ঞতা রয়েছে তার।

সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নত ইভি প্রযুক্তি রয়েছে এমন একটি অটোমেকার কোম্পানির সঙ্গে হোন্ডার নতুন সেটাপ করতে চান তোশিহিরো। হোন্ডার অগ্রগতির জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

তোশিহিরো চান ২০৪০ সালের মধ্যে সম্পূর্ণরূপে বৈদ্যুতিক হয়ে উঠুক হোন্ডা। যদিও বড় যানবাহনে এখনই এই প্রযুক্তি আনতে চায় না সংস্থাটি।

বর্তমানে হোন্ডার বৈদ্যুতিক একটি মাত্র মডেলের গাড়ি রয়েছে। সেটি হলো- হোন্ডা ই। এটি শুধু ইউরোপে পাওয়া যায়। দৃষ্টিনন্দন ডিজাইন ও অনেক গুণাগুণ থাকার পরও গাড়িটি জনপ্রিয় হতে পারেনি। কারণ, এর রেঞ্জ কম। হোন্ডা আগামী ৫ বছরে ১০টি নতুন ইভি বাজারে আনার পরিকল্পনা ঘোষণা করেছে।

ইভি প্রযুক্তির উন্নয়ন পরিকল্পনায় হোন্ডার সঙ্গে কোন সংস্থা জোট বাঁধবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এক্ষেত্রে জাপানি কোনো অটোমেকার এগিয়ে এলে সবচেয়ে ভালো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে জাপানি অটোমেকারদের প্রতিনিধিরা ইতিমধ্যেই জাপান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (JAMA) এর ছত্রছায়ায় সহযোগিতা আলোচনা শুরু করেছে।

অন্য অটোমেকারের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দেয়ার পাশাপাশি জেনারেল মোটরসের সাথে তার অংশীদারিত্ব প্রসারিত করার পরিকল্পনা করেছে হোন্ডা। তাদের অংশীদারিত্বের লক্ষ্য হল যৌথভাবে উত্তর আমেরিকার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্মের ভিত্তিতে যানবাহন তৈরি করা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন