শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ , ৮ রবিউস সানি ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক-ইনস্টাগ্রামে নগ্ন স্তনের ছবি পোস্ট করতে পারবেন নারীরা

নিউজজি ডেস্ক ২৮ জানুয়ারি , ২০২৩, ১৩:৩৬:১৩

213
  • ফেসবুক-ইনস্টাগ্রামে নগ্ন স্তনের ছবি পোস্ট করতে পারবেন নারীরা

ঢাকা: উন্মুক্ত স্তনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করা নিয়ে ছিল নানা প্রতিবন্ধকতা। উন্মুক্ত বক্ষের ছবি আপলোড করলেই ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’-এর লঙ্ঘনের আওতায় পড়ত হত। তবে মেটা ছবি আপলোডের বিষয়ে নিময়-কানুনে কিছু পরিবর্তন আনাতে যাচ্ছে। এর ফলে ফেসবুক বা ইনস্টাগ্রামে উন্মুক্ত স্তনের ছবি ছাড়াতে আর কোনো বাধা থাকবে না।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্প্রতি মেটা ছবি আপলোডের বিষয়ে নীতি বদল করতে চলেছে। মেটার অধীনে দুই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই এবার থেকে উন্মুক্ত স্তনের ছবি আপলোড করা যাবে।

গত দশকে শুরু হওয়া ‘ফ্রি দ্য নিপল মুভমেন্ট’-এর কথা মাথায় রেখেই মেটা ওভারসাইট বোর্ড তাদের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। বেশ কয়েক বছর ধরেই বিখ্যাত গায়িকা, অভিনেত্রী থেকে শুরু করে সমাজকর্মীরা সোশ্যাল মিডিয়ায় ‘ফ্রি দ্য নিপল মুভমেন্টে’ অংশ নিতে নিজেদের উন্মুক্ত স্তনের ছবি পোস্ট করে আসছেন। সেই আন্দোলনকে স্বীকৃতি দিতেই মেটা-র এই পদক্ষেপ।

এর আগে ‘ফ্রি দ্য নিপল মুভমেন্টে’ অংশ নিয়ে বিখ্যাত পপ গায়িকা মাইলি সাইরাস নিজের উন্মুক্ত স্তনের ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। পরবর্তীকালে একই রকমের ছবি পোস্ট করেন মডেল বেলা হাদিদ। সেই ছবিগুলো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে কিম কারদাশিয়ান, রিহানার মতো অনেকেই যোগ দিয়েছেন এই আন্দোলনে। ফেসবুক-ইনস্টাগ্রামের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ‘ফ্রি দ্য নিপল মুভমেন্টে’র সঙ্গে যুক্ত আন্দোলনকারীরা।

তবে মেটা-র এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ ঘোষণা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ইরানে, যেখানে গত বেশ কয়েক মাস ধরে হিজাব বিরোধী আন্দোলন চলছে, সেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দুটির এই নতুন নীতির জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন