শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোন থেকে দূরে থাকলেই পুরস্কার

নিউজজি ডেস্ক ২৬ ফেব্রুয়ারি , ২০২৪, ০১:০৩:৪৫

258
  • স্মার্টফোন থেকে দূরে থাকলেই পুরস্কার

ঢাকা: স্মার্টফোন এখন  আসক্তির আরেক নাম। প্রযুক্তির এই যুগে স্মার্টফোন ছাড়া একটি দিন ভাবাও যেন অসম্ভব হয়ে পড়েছে সবার জন্য। এমন পরিস্থিতিতে স্ক্রিন আসক্তির বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে স্মার্টফোন থেকে দূরে থাকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইসল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সিগিস ডেইরি।

সিগিস ডেইরি নামের ওই প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় যারা এক মাস স্মার্টফোন থেকে দূরে থাকতে পারবেন তাদের ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা। সিগিস ডেইরি আইসল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান। এরা মূলত: দই বিক্রি করে থাকে। মানুষের স্মার্টফোন আসক্তি দূর করার জন্য এই প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডিটক্স’ নামে একটি প্রতিযোগিতার ঘোষণা দেয়।

এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন একজন ব্যক্তি প্রতিদিন গড়ে ৫ দশমিক ৪ ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করে। যা বর্তমান সময়ের সবচেয়ে বড় আসক্তি। তাদের স্বাভাবিক ও সহজ সরল জীবন যাপনের প্রতি আকর্ষণ বাড়াতে এই পদক্ষেপ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য  স্মার্টফোন ব্যবহারকারিকে তার ফোনটি এক মাসের জন্য বাক্স বন্দি করে রাখতে হবে। যারা এই প্রায় অসাধ্য কর্মটি সাধন করতে পারবেন, তাদের মধ্য থেকে ভাগ্যবান ১০ জনকে ১০ হাজার ডলারসহ অন্যান্য পুরস্কার দেওয়া হবে।

সিগিজ ডেইরি জানিয়েছে, পুরস্কার হিসেবে ভাগ্যবান ১০ জনকে দেয়া হবে নগদ ১০ হাজার ডলার, একটি স্মার্টফোন লকবক্স, একটি উন্নতমানের পুরনো ফ্যাশনের ফ্লিপ ফোন, এক মাসের প্রিপেইড সিম কার্ড ও ৩ মাসের সমমূল্যের সিগির দই।

তবে প্রতিযোগিতাটি সারা বিশ্বের জন্য উন্মুক্ত নয়। শুধু আমেরিকার কলম্বিয়াসহ আশপাশের ৫০টি অঙ্গরাজ্যের বাসিন্দারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি। গত ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণের ফরম জমা দিতে পরেছেন। বর্তমানে ফলাফলের অপেক্ষায় রয়েছেন অংশগ্রহণকারীরা। খুব শিগগিরই ইমেইলের মাধ্যমে বিজয়ীদের ফলাফল জানানো হবে বলে জানিয়েছে সিগিস ডেইরি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন