বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ , ২৬ রমজান ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

চীনের কর্মীদের অ্যান্ড্রয়েড ব্যবহারে মানা, আইফোন দেবে মাইক্রোসফট

নিউজজি ডেস্ক ৯ জুলাই , ২০২৪, ১৪:৩২:৩৯

149
  • ছবি : সংগৃহীত

ঢাকা: অফিসে কাজ করার সময় অ্যান্ড্রয়েড ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মাইক্রোসফটের চীন শাখা। এখন থেকে কাজে থাকার সময় অ্যান্ড্রয়েড ফোনের পরিবর্তে আইফোন ব্যবহার করতে বলা হয়েছে কর্মীদের। আর তাদের সেই আইফোন দেয়া হবে অফিসের পক্ষ থেকে।

ব্লুমবার্গের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে কর্মীদের কাজের সময় অ্যান্ড্রয়েডের পরিবর্তে আইফোন ব্যবহার শুরু করতে বলেছে মাইক্রোসফটের চীনা অফিস। এ ব্যাপারে একটি বিশেষ বার্তা পাঠিয়ে তাদের জানিয়ে দেয়া হয়েছে। এমনকি হংকংয়েও এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে।

অ্যান্ড্রয়েডের বদলে কর্মীদের আইফোন ১৫ দেয়া হবে বলে ব্লুমবার্গের প্রতিবেদন থেকে জানা যায়। এ জন্য বিশেষ কিছু পয়েন্ট বা স্থান ঠিক করে দেবে মাইক্রোসফট। সেখানে গিয়ে নিজের কার্ড দেখিয়ে আইফোন নিতে পারবেন কর্মীরা।

এভাবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার কারণ হিসেবে গুগল প্লে স্টোরের কথাই সামনে আসছে। চীনের ভেতরে অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর ব্যবহার করা যায় না। এখানে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাদেরকে প্লে স্টোরের পরিবর্তে হুয়াওয়ে বা শাওমির অ্যাপ স্টোরের ওপর ভরসা করতে হয়।

 

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন