রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ , ১৬ রমজান ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুকে পোল তৈরির সহজ উপায়

নিউজজি ডেস্ক ১০ জুলাই , ২০২৪, ১৫:৩৩:২৩

101
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো বিষয়ে জনমত নেয়ার খুব সহজ উপায় ‘পোল’ তৈরি করা। পোলের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেয়া কিংবা তাৎক্ষণিক অভিমত পাওয়া যায়। 

বর্তমানে ফেসবুক স্টোরি, গ্রুপ ও পেজে ‘পোল’পোস্ট করার সুবিধা দিচ্ছে ফেসবুক। পোলে আপনি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং প্রস্তাবিত দুটি উত্তর যুক্ত করতে পারবেন। এরপর বন্ধু বা অনুসারীরা তাদের পছন্দের উত্তরে ভোট দিতে পারেন। 

ফেসবুক স্টোরিতে ‘পোল’ তৈরির উপায়

>> ফেসবুক অ্যাপ ওপেন করে হোম পেজে যান।

>> এবার ‘ক্রিয়েট আ স্টোরি’অপশনে ক্লিক করুন।

>> সোয়াইপ করে ‘পোল’অপশনটিতে যান।

>> এরপর ‘আস্ক আ কোশ্চেন’অপশনের মাধ্যমে প্রশ্ন তৈরি করতে পারবেন ‘ইয়েস/নো’ উত্তরসহ।

>> সবশেষে ‘ডান’অপশনে ক্লিক করলে ‘পোল’ তৈরি হয়ে যাবে।

ফেসবুক গ্রুপে ‘পোল’তৈরির উপায়

>> প্রথমে ফেসবুক ওয়েবসাইটে লগ-ইন করে আপনার গ্রুপে যান।

>> এবার ‘হোয়াটস অন ইওর মাইন্ড’অর্থাৎ যেখানে স্ট্যাটাস লেখা হয় সেখানে ক্লিক করুন।

>>  ‘ক্রিয়েট পোস্ট’বক্সের নিচের দিকে থাকা ‘অ্যাড টু ইওর পোস্ট’সেকশনের থ্রি ডট মেন্যুতে ক্লিক করুন।

>> এবার পোল অপশন সিলেক্ট করলেই তৈরি হয়ে যাবে। 

ফেসবুক পেজে ‘পোল’তৈরির উপায়

>> প্রথমে নিজের ফেসবুক পেজ থেকে ‘ক্রিয়েট পোস্ট’সেকশনে যান।

>> এরপর থ্রি ডট মেন্যুতে ট্যাপ করুন।

>> মেন্যু থেকে পোল অপশন বেছে নিন।

>> এবার পছন্দমতো প্রশ্ন টাইপ করুন এবং দুটি উত্তর অপশন দিন।

>> সবশেষে ফেসবুকে পোস্ট করার জন্য ‘শেয়ার নাউ’ অপশন ট্যাপ করুন।

নিউজজি/ পি.এম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন