মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি

টিকটকের মালিক বাইটড্যান্সের দাম এখন ৩০০ বিলিয়ন ডলার!

নিউজজি ডেস্ক ১৮ নভেম্বর , ২০২৪, ১৫:০৩:৫৩

107
  • সংগৃহীত

ঢাকা: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন ডলার। সম্প্রতি চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কাছে নিজেদের শেয়ার কিনে নেয়ার (বাইব্যাক) প্রস্তাব দেয়। তাঁদের এই ‘শেয়ার বাইব্যাক’ অফার অনুযায়ী বাইটড্যান্সের বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় টাকার অঙ্কটা ৩৫ লাখ ৯৫ হাজার কোটি টাকারও বেশি!

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন দু’জন ব্যক্তির দেয়া তথ্য ও বিষয় সংশ্লিষ্ট একটি ডকুমেন্টের উপর ভিত্তি করে রয়টার্স বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে নিয়ে এসেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাইটড্যান্স সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদেরকে শেয়ার প্রতি ১৮০.৭০ ডলার প্রস্তাব করে একটি শেয়ার বাইব্যাক অফার দিয়েছে। এর আগের শেয়ার বাইব্যাক অফারের (১৬০ ডলার) তুলনায় প্রতিষ্ঠানটি এবার শেয়ার প্রতি ১২.৯ শতাংশ বেশি মূল্য অফার করেছে।

সূত্রদের একজন জানায়, বাইটড্যান্সের এখনই শেয়ার বাজারে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং প্রতিষ্ঠানটিকে তারল্য প্রদানের উদ্দেশ্যেই বাইব্যাক প্রোগ্রামের এই উদ্যোগ। এই নিয়ে তৃতীয়বারের মতো শেয়ার বাইব্যাক-এর উদ্যোগ নিয়েছে তাঁরা।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে বাইটড্যান্স ৫ বিলিয়ন ডলার মূল্যের সমপরিমাণ শেয়ার কিনে নেয়ার প্রস্তাব দেয় বিনিয়োগকারীদের। শেয়ার প্রতি ১৬০ ডলার হিসেবে তখন প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ২৬৮ বিলিয়ন ডলার। তারও আগে ২০২২ সালে সর্বপ্রথম বাইব্যাক-এর উদ্যোগ নেয় তাঁরা।

নাম প্রকাশ না করার শর্তে আরেকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, বাইটড্যান্স বেশ কিছুদিন ধরেই শেয়ার কিনে নেয়ার বিষয়ে ভাবছিল। এর সাথে আমেরিকার সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, বাইটড্যান্সের বৈশ্বিক আয় গত বছর ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১০ বিলিয়ন ডলারে। তবে সাম্প্রতিক সময়ে আমেরিকায় টিকটকের মালিকানা নিয়ে বাইডেন সরকারের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

আমেরিকার বাইডেন প্রশাসনের সাথে দ্বন্দ্বের সূত্রপাত হয় চলতি বছরের এপ্রিলে। গত ২৪ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত একটি আইন প্রণয়ন করা হয় দেশটিতে যেখানে বাইটড্যান্সকে টিকটকের মালিকানা ছেড়ে দেয়ার জন্য আগামী বছরের (২০২৫) ১৯ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। টিকটক বিক্রি করে না দিলে দেশটিতে টিকটককে নিষিদ্ধ করা হবে বলেও আইনে বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা ইস্যুতে আমেরিকা সরকার চায় দেশটিতে যে সকল প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করবে তাঁদের চীন-ভিত্তিক মালিকানা বন্ধ হোক।

তবে মে মাসেই বাইডেন প্রশাসনের এই আইনকে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে টিকটক ও বাইটড্যান্স। বর্তমানে বিষয়টি আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী টিকটকের ১০০ কোটি ব্যবহারকারীর মধ্যে আমেরিকাতে আছে ১৭ কোটি ব্যবহারকারী। এখন দেখার বিষয়, আমেরিকায় টিকটকের ভাগ্যে কী লেখা আছে। তথ্যসূত্র: রয়টার্স, টেকক্রাঞ্চ।

নিউজজি/পি.এম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন