মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

অক্টোবরে লঞ্চ হচ্ছে এই স্মার্ট ফোনগুলো

নিউজজি ডেস্ক ৬ অক্টোবর , ২০২৫, ১৬:৪৬:৫১

303
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ২০২৫ সালের অক্টোবর মাসটি স্মার্টফোন লঞ্চের দিক থেকে অসাধারণ হতে চলেছে। OnePlus 15, Oppo Find X9, Vivo X300, iQOO 15, প্রথম ট্রাই-ফোল্ড ফোন লঞ্চের জন্য প্রস্তুত। টেক ব্র্যান্ড ওয়ানপ্লাস থেকে শুরু করে আইকিউও পর্যন্ত সমস্ত ডিভাইস এবং অনেক ফ্ল্যাগশিপ মডেল অক্টোবরে লঞ্চ হচ্ছে। যে ফোনগুলি আপনার ব্যবহারের জন্য একদম উপযুক্ত হতে পারে। এক নজরে তাদের ফিচারগুলি সম্পর্কে জেনে নেয়া যাক। 

OnePlus 15: 

ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোনটি ১৫ অক্টোবর বাজারে আসার কথা রয়েছে। সেই ফোনে একটি বড় ৬.৭৮-ইঞ্চি এলটিপিও ডিসপ্লে রয়েছে এবং স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স মিলবে। এটায় ৭০০০ mAh ব্যাটারি এবং ১৬ গিগাবাইট পর্যন্ত RAM পাবেন।

iQOO 15: 

Vivo-র সঙ্গে যোগ থাকা ব্র্যান্ডের ফোনটি ১৫ অক্টোবর স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরের সঙ্গে চিনেপ বাজারে লঞ্চ করা হবে। এটিতে একটি ট্রিপল ক্যামেরা সেট-আপ থাকবে এবং 7000 এমএএইচ ক্ষমতার ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে পাওয়া যাবে।

Oppo Find X9:

Oppo স্মার্টফোনটি ১৫ অক্টোবর চিনে লঞ্চ হবে এবং পরে ডিসেম্বরে এই ফোনটি ভারতে আসতে পারে। এটি একটি ডাইমেনসিটি 9500 প্রসেসর এবং তাতে একটি বড় 7500 এমএএইচ ব্যাটারি আছে। এই সিরিজের প্রো মডেলটি 200MP ক্যামেরা সেটআপ পেতে চলেছে।

Vivo X300 Series:

Vivo-র এই নতুন ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর পাওয়া যাবে। এ ছাড়া নতুন লাইনআপে এক্স 300 এবং এক্স 300 প্রো স্মার্টফোনে থাকবে বিওই কিউ 10+ এলটিপিও ওএলইডি ডিসপ্লে। গ্রাহকরা 68 এমপি পর্যন্ত ক্যামেরা সেটআপ ছাড়াও একটি IP200/68 রেটিং এবং একটি বড় ব্যাটারি পাবেন।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন