নিউজজি ডেস্ক ২ ডিসেম্বর , ২০২০, ০০:০৩:২১
জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি, নিহত ২
ঢাকা : জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ট্রায়ার শহরে ফুটপাতের ওপর গাড়ি উঠিয়ে দিলে দুইজন নিহত ও গুরুতর আহত হয়েছে আরও ১৫ জন। মঙ্গলবার ফ্রাঙ্কফুট থেকে ২০০ কিলোমিটার দূরে এ হতাহতের ঘটনা হয়। এ ঘটনায় ৫১ বছরের গাড়ির চালককে আটক করা হয়েছে। এছাড়াও গাড়িটি জব্দ করা হয়েছে। শহরটির মেয়র হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় মেয়র উলফ্রাম লেইবে জানান, গাড়িচাপায় অন্তত দুইজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। কয়েকজনের আঘাত বেশ গুরুতর। তাৎক্ষণিকভাবে গাড়িটি পথচারীদের চাপা দেয়ার কারণ জানা যায়নি। এ বিষয়ে পুলিশ বা স্থানীয় কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এদিকে, এ ঘটনার পর ওই এলাকা এড়িয়ে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানির পুলিশ। ট্রিয়ের পুলিশ এক টুইটে জানিয়েছে, পথচারীদের চাপা দেয়া গাড়ির চালককে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করেছে পুলিশ।