নিউজজি ডেস্ক ২ ডিসেম্বর , ২০২০, ০০:১৩:১৯
সুরাহা ছাড়াই শেষ হয়েছে ভারতের কৃষকদের সঙ্গে সরকারের বৈঠক
ঢাকা : ভারতের কেন্দ্রীয় সরকার মন্ত্রীদের সঙ্গে আন্দোলনরত কৃষকদের মঙ্গলবারের বৈঠকে কোনও সুরাহাই হয়নি। সমস্যা সমাধানে আগামী বৃহস্পতিবার আবারও বৈঠকে বসার কথা রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক ইউনিয়নের ৩৫ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল এবং শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ।
বৈঠকে কৃষক নেতারা বলেন, 'কোনও কমিটি নয় বরং নতুন কৃষি আইন বাতিল করতে হবে। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে।' বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার জানান, কৃষি আইন কোনভাবেই বাতিল সম্ভব নয়।
বিকল্প হিসেবে কৃষকদের সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে একটি বিশেষ কমিটি করার পরামর্শ দেন কৃষিমন্ত্রী। এরপরই কৃষক নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের দিল্লি চলো আন্দোলনে গত কয়েকদিন উত্তাল পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য।