নিউজজি ডেস্ক ১৩ জানুয়ারি , ২০২১, ১৩:২৪:৫৮
জনসম্মুখে নিজের সাফাই গাইলেন ট্রাম্প
ঢাকা : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলার উস্কানি দেয়ার অভিযোগে প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রস্তাবের উপর বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। প্রস্তাবে সমর্থন জানিয়েছেন রিপাবলিকান দলের তিনজন সিনেটর। প্রস্তাবটি পাস হলে তা যাবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে।
এদিকে, ক্যাপিটল হিলে দাঙ্গা ও হামলার ঘটনার দায় নেবেননা বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলার আগে দেয়া বক্তব্য উস্কানিমূলক ছিলনা বলেও দাবি করে ট্রাম্প বলেন, তার বক্তব্য সম্পূর্ণ গ্রহণযোগ্য ও অভিশংসনের প্রস্তাব হাস্যকর। প্রতিনিধি পরিষদে আনা প্রস্তাব যুক্তরাষ্ট্রের জন্য বিপদজনক বলেও সতর্ক করেন ট্রাম্প।