নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি , ২০২১, ০০:৩৬:১১
ছবি : ইন্টারনেট
ঢাকা: ভারতের সিরাম ইনস্টিটিউটের পর এবার ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিনের প্রথম চালানটি দিল্লি পৌঁছেছে। বুধবার সকালে হায়দরাবাদ থেকে বিভিন্ন শহরে পাঠানো হয় ভ্যাকসিনের প্রথম চালানটি। এয়ারইন্ডিয়ার একটি ফ্লাইটে করে নেয়া হয় ভ্যাকসিন।
প্রথম চালানে মোট ৮০ কেজি ওজনের ৩টি বাক্স রয়েছে। আজ কোভ্যাকসিনের মোট ১৪টি চালান দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, পাটনা, জয়পুর, লখনৌসহ ১১টি শহরে যাবে। ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, কোভ্যাকসিনের মোট ৫৫ লাখ ডোজ এখন পর্যন্ত প্রস্তুত হয়েছে। কেন্দ্রীয় সরকারকে কোভ্যাকসিনের সাড়ে ১৬ লাখ ডোজ সরবরাহ করবে ভারত বায়োটেক। প্রতি ডোজের মূল্য ধরা হয়েছে ২শ ৯৫ রুপি।
এদিকে, বাংলাদেশ ভারতের সিরাম ইন্সটিটিউটের কাছ থেকে করোনাভাইরাসের যে টিকা কিনছে তাতে প্রতিটি ডোজের দাম পড়েছে চার ডলার। যা পরিবহনসহ সব মিলিয়ে খরচ পড়বে পাঁচ ডলার বা ৪০০ টাকার বেশি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভারতকে যে দামে এই টিকা বিক্রি করা হয়েছে, তার থেকে বাংলাদেশকে ৪৭ শতাংশ বেশি অর্থ দিতে হয়েছে।
বেক্সিমোর বরাত দিয়ে আল জাজিরা জানায়, আগামী মাস থেকে বেসরকারীভাবে করোনার টিকা বিক্রি করবে তারা।