নিউজজি ডেস্ক ২৩ ফেব্রুয়ারি , ২০২১, ১৬:৩৪:৩৩
ছবি: ইন্টারনেট
ঢাকা: উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের আচরণকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে কানাডার সংসদ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার কানাডার হাউস অব কমন্সে ২৬৬-০ ভোটে নিরঙ্কুশভাবে এই ঘোষণা পাস হয়ে যায়। ক্ষমতাসীন লিবারাল পার্টির আইনপ্রণেতা এবং সকল বিরোধীদল এই ঘোষণার সঙ্গে একমত হয়।
জানা যায়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার মন্ত্রীসভার অধিকাংশ সদস্য ভোট দেননি। এর আগে যুক্তরাষ্ট্র উইঘুরদের প্রতি চীন সরকারের নির্মম আচরণকে গণহত্যা আখ্যা দিয়েছে।
চীন সরকার যদি উঘুরদের নির্মমভাবে গণহত্যা করতেই থাকে, তাহলে সামনের বছর শীতকালীন অলিম্পিক বেইজিং থেকে সরিয়ে নিতে কানাডা যেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আহ্বান জানায়, সে ব্যাপারে অনুরোধ সংশোধনী করা হয়। কানাডার আইনপ্রণেতারা সংশোধনী পাসের জন্যও ভোট দেন বলে জানা যায়। তবে চীন সরকার বরাবরই উইঘুর নির্যাতনের অভিযোগ নাকচ করে আসছে। সূত্র: বিবিসি
নিউজজি/আইএইচ