নিউজজি ডেস্ক ২৬ ফেব্রুয়ারি , ২০২১, ১৭:৫৭:১৭
ছবি: ইন্টারনেট
ঢাকা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মো. জাওয়াদ জারিফ সন্ত্রাসবাদ মোকাবেলাসহ সব ক্ষেত্রে সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে ফোনালাপে এ ঘোষণা দেন তিনি। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা আজ ( শুক্রবার) এ খবর প্রকাশ করে।
ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং শত্রুদের অমানবিক নিষেধাজ্ঞা মোকাবেলার উপায় নিয়ে মতবিনিময় করেন।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেন, পাশ্চাত্যের ইরানবিরোধী অবস্থানের নিন্দা জানায় দামেস্ক এবং এক্ষেত্রে সব ধরণের সমর্থন ও সহযোগিতা করতে তারা প্রস্তুত আছেন।
এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বিষয়ে দামেস্কের অবস্থানের প্রশংসা করে জারিফ বলেন, সিরিয়ার সর্বত্র নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে ইরান। সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ইরানের পূর্ণ সমর্থন রয়েছে। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও পর্যালোচনা করেন তারা। সূত্র: পার্সটুডে
নিউজজি/আইএইচ