নিউজজি ডেস্ক ৩ মার্চ , ২০২১, ১৭:০০:২৮
ছবি: ইন্টারনেট
ঢাকা: মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টের বিরুদ্ধে নতুন করে আরো দুটি মামলা করেছে জান্তা সরকার। বুধবার (৩ মার্চ) এ তথ্য জানান মিন্টের আইনজীবী খিন মুং। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল তার সঙ্গে সংবিধান লঙ্ঘনের অভিযোগ যোগ হয়েছে। এ অভিযোগে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে উয়িন মিন্টের।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে মুং জানান, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টের বিরুদ্ধে নতুন আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আছে সংবিধান লঙ্ঘনের অভিযোগ। এ অভিযোগে মিয়ানমারে তিন বছর কারাদণ্ডের বিধান আছে।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে উয়িন মিন্টকে গ্রেপ্তার করে মিয়ানমারের সেনা। তার বিরুদ্ধে করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানি হবে। তবে, কবে এই শুনানির দিন নির্ধারণ করা হয়েছে তা জানাতে পারেননি মিন্টের আইনজীবী মুং। সূত্র: রয়টার্স
নিউজজি/আইএইচ