নিউজজি ডেস্ক ৩ মার্চ , ২০২১, ১৮:৫০:৫৬
ছবি: ইন্টারনেট
ঢাকা: ইরাকের পশ্চিমাঞ্চলের আল আনবার প্রদেশের আইন আল আসাদ বিমানঘাঁটিতে অন্তত ১০টি রকেট হামলা হয়েছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। বুধবার (৩ মার্চ) দেশটিতে মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টো এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার ভোরে মার্কিন নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে রকেট হামলা হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই বিমানঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা ও বহু জঙ্গিবিমান রয়েছে।
ইরাকের নিরাপত্তা বাহিনীও বলছে, আজ সকালে বিমানঘাঁটিতে ১০টি কাতিউশা রকেট আঘাত হেনেছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। গত সপ্তাহে ইরাক-সিরিয়া সীমান্তে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, এরপরই এই রকেট হামলার খবর এলো। সম্প্রতি ইরাকে মার্কিন স্বার্থে হামলা বেড়েছে। সেদেশের জনগণ ও রাজনৈতিক নেতারা মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
ইরাকে এ ধরণের হামলার বিষয়ে তদন্ত করতে এর আগে সেদেশের বিভিন্ন সংগঠন এবং প্রতিবেশী দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরাকি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। আইন আল আসাদ হচ্ছে সেই ঘাঁটি যেখানে গত বছর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে তছনছ করে দিয়েছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে সেখানে হামলা চালিয়েছিল ইরান। সূত্র: পার্সটুডে
নিউজজি/আইএইচ