নিউজজি ডেস্ক ৪ মার্চ , ২০২১, ১৯:৪২:৫২
ছবি: ইন্টারনেট
ঢাকা: ডেনমার্কে থাকা সিরিয়ার শরণার্থীদের দেশে ফেরত পাঠাচ্ছে ডেনমার্ক সরকার। এজন্য প্রায় ৯৪ জন সিরীয় শরাণার্থীর রেসিডেন্সি পারমিট বাতিল করেছে ডেনমার্ক। সিরিয়া বলছে, দেশে ফিরে যাওয়া এসব শরণার্থীর জন্য নিরাপদ।
ডেনমার্ক বলছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার কিছু এলাকা বিশেষ করে রাজধানী দামেস্কের আশেপাশের অঞ্চল নিরাপদ। আর তাই দেশটিতে থাকা সিরীয় শরণার্থীদের তাদের দেশে ফিরে যেতে বলছে ডেনমার্ক।
গত মাসে ডেনমার্কে অভিবাসন মন্ত্রী ম্যাট্টিয়াস টেসফায়ে বলেন, আমরা সিরীয় শরণার্থীদের স্পষ্ট জানিয়ে দিয়েছি যে, তাদের রেসিডেন্স পারমিট অস্থায়ী। যদি সুরক্ষার প্রয়োজন না থাকে তাহলে এটা বাতিল করা হতে পারে বলে তাদের জানিয়ে রেখেছিলাম।
ডেনমার্কের সরকার যে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছে তাতে এই অভিবাসীদের প্রথমে অন্তর্র্বতী ডিপোর্টেশন ক্যাম্পে পাঠানো হবে। তবে তাদের জোরপূর্বক সিরিয়ায় পাঠানো হবে না বলে উল্লেখ করা হয়।
এখন ডেনমার্কে থাকা প্রায় ৩৫০ সিরীয় রেসিডেন্সি স্ট্যাটাস বিবেচনা করবে দেশটির সরকার। এছাড়া, গত বছর আদালতে গড়ানো ৯০০ মামলার বিষয়ে কী ধরণের পদক্ষেপ নেয়া হবে তা বিবেচনা করছে সরকার।
তবে অধিকার গ্রুপগুলো ডেনমার্ক সরকারের এ ধরনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তারা বলছে, সিরিয়ার বাশার আল আসাদ সরকার শরণার্থীদের নিরাপত্তা বিষয়ে আশ্বাস দিলেও অনেক ক্ষেত্রেই দেশে ফিরে যাওয়া ব্যক্তিরা গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং নির্যাতনের শিকার হতে হয়।
নিউজজি/আইএইচ