নিউজজি ডেস্ক ৪ মার্চ , ২০২১, ২০:১৬:৪২
ছবি: ইন্টারনেট
ঢাকা: সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের অন্তত ১৯ জন পুলিশ সদস্য। ভারতের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন। ওই কর্মকর্তার ভাষ্যমতে, মিয়ানমারের এসব পুলিশ সদস্য ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের চাম্পাই এবং সারচিপ জেলার সীমান্ত দিয়ে ভেতরে ঢুকেছেন।
স্পর্শকাতর ইস্যু হওয়ায় আশ্রয়প্রার্থীদের নাম প্রকাশ করা হয়নি। তবে তারা সবাই মিয়ানমার পুলিশের নিম্নপদস্থ সদস্য এবং ভারতে প্রবেশের সময় পুরোপুরি নিরস্ত্র ছিলেন বলে নিশ্চিত করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ভারতীয় কর্মকর্তা বলেন, মিয়ানমার থেকে আরো অনেকে সীমান্ত পেরিয়ে আসতে পারেন বলে ধারণা করছেন তিনি। ভারত-মিয়ানমারের মধ্যে প্রায় ১ হাজার ৬৪৩ কিলোমিটার অভিন্ন স্থলসীমান্ত রয়েছে।
গত ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এপর্যন্ত অন্তত ৫৪ জন নিহত হন। এর মধ্যে বুধবারই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান ৩৮ বিক্ষোভকারী। মিয়ানমারে এবারের অভ্যুত্থানবিরোধী আন্দোলনে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনার কয়েক ঘণ্টা পরেই বৃহস্পতিবার আবারো বিক্ষোভ শুরু করেছে সেনাশাসনবিরোধী জনতা।
নিউজজি/আইএইচ