নিউজজি ডেস্ক ৪ মার্চ , ২০২১, ২০:৫৩:২১
সংগৃহীত
ঢাকা: আন্দামান সাগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি জাহাজ থেকে চারটি বিড়াল উদ্ধার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়ালেন থাইল্যান্ডের নৌবাহিনীর নাবিকরা। মঙ্গলবার ফামনসিন নাভা ১০ নামে একটি মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাহাজটি ডুবতে শুরু করে। জীবন বাঁচাতে জাহাজের আটজন ক্রু সাগরে লাফ দেন। কাছাকাছি থাকা আরেকটি মাছ ধরার জাহাজ তাদের উদ্ধার করে।
অগ্নিকাণ্ডের স্থলে কোনো তেল নিঃসরণ হচ্ছে কিনা তা জানতে নৌবাহিনীর সদস্যদের পাঠানো হয়। সেখানে তারা জাহাজে আটকে পড়া বিড়ালগুলো আবিষ্কার করেন।
নৌবাহিনীর আকাশ ও উপকূল প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা উইচিট পুকডিলন বলেন, আমি জাহাজের দিকে আমার ক্যামেরা জুম করি, সেখানে দেখতে পাই এক-দুইটি বিড়াল ওদের মাথা জাগাচ্ছে। একজন নাবিক সাতরিয়ে জাহাজটিতে যান এবং বিড়ালগুলোকে তার কাঁধে তুলে নিয়ে ফিরে আসেন। বিড়ালগুলো আহত হয়নি এবং সুস্থ রয়েছে। উদ্ধারকারী নাবিকেরা এখন বিড়ালগুলোর যত্ন নিচ্ছেন।
বিড়াল উদ্ধারের ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়। যেখানে আড়াই হাজারের বেশি মন্তব্য এসেছে। মন্তব্যগুলোতে উদ্ধারকারীদের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। সূত্র : বিবিসি
নিউজজি/আইএইচ